নতুন নেতৃত্ব নির্বাচিত করতে ভোট দিচ্ছেন ৫ হাজার ১৯৭ জন ভোটার।
Published : 12 Feb 2023, 01:48 PM
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব বেছে নিতে ভোটগ্রহণ চলছে।
রোববার সকাল ৯টা থেকে নগরীর পরীর পাহাড়ে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ভোট হচ্ছে মোট ২১টি পদে। নতুন নেতৃত্ব নির্বাচিত করতে ভোট দিচ্ছেন ৫ হাজার ১৯৭ জন ভোটার।
এবার সম্পাদকীয় পদ ৯টি থেকে বেড়ে হয়েছে ১০টি এবং নির্বাহী সদস্য পদও একটি বাড়িয়ে ১১টি করা হয়েছে। গতবার সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদে ভোট হয়েছিল।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রতন কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটারদের সুবিধার্থে এবারে বুথ বাড়িয়ে ৭৪টি করা হয়েছে। মোটামুটি সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। দুপুরের পর একটু ভোটারদের চাপ বাড়বে। তবে শৃঙ্খলার মধ্যেই ভোটগ্রহণ শেষ হবে বলে আশা রাখি।“
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদের প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
‘এবারেও মুক্তিযুদ্ধের সপক্ষের সমমনা আইনজীবী সংসদ’ নির্বাচনে কোনো পদে প্রার্থী দেয়নি। ২০০৫ সালে সমমনা আইনজীবী সংসদ গঠনের পর থেকে গত বছর প্রথমবারের মত তারা ভোটে প্রার্থী দেওয়া থেকে বিরত ছিল।
গত বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়ী হয়েছিল সমন্বয় পরিষদ। সহ সভাপতিসহ ৯টিতে জয় পেয়েছিল ঐক্য পরিষদ।
কে কোন পদে প্রার্থী
সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ সমর্থিত) থেকে সভাপতি পদে মনতোষ বড়ুয়া ও সাধারণ সম্পাদক পদে এএসএম বজলুর রশিদ মিন্টু প্রার্থী হয়েছেন।
আর ঐক্য পরিষদের (বিএনপি-জামায়াত সমর্থিত) পক্ষে সভাপতি পদে নাজিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে হাসান আলী চৌধুরী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সিনিয়র সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের প্রার্থী মোহাম্মদ সেকান্দর চৌধুরী এবং ঐক্য পরিষদের প্রার্থী মো. আবদুল কাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আর সহ-সভাপতি পদে লড়ছেন সমন্বয় পরিষদের প্রার্থী আবদুল হক এবং ঐক্য পরিষদের প্রার্থী হয়েছেন মুহাম্মদ কামুল হাসান নাজিম।
সহ-সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের প্রার্থী মোহাম্মদ এমরান এবং ঐক্য পরিষদের প্রার্থী মোহাম্মদ কাশেম কামাল।
অর্থ সম্পাদক পদে সমন্বয় পরিষদের প্রার্থী মোশারফ হোছাইন এবং ঐক্য পরিষদের প্রার্থী কাজী মো. আশরাফুল হক আনছারী।
পাঠাগার সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের প্রার্থী মোহাম্মদ ফখরুল হোসাইন এবং ঐক্য পরিষদ থেকে দাঁড়িয়েছেন প্রার্থী আহমদ কবির।
এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে সমন্বয় পরিষদের প্রার্থী জান্নাতুল ফেরদৌস বৃষ্টি এবং ঐক্য পরিষদের মো. খোরশেদ আলম বেলাল এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন।
ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের প্রার্থী পিটু কুমার শীল এবং ঐক্য পরিষদের প্রার্থী মো. ওমর ফারুক। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের প্রার্থী অভিজিত ঘোষ এবং ঐক্য পরিষদের প্রার্থী অলি আহমদ।
নির্বাহী সদস্য পদে সমন্বয় পরিষদের প্রার্থী এডিএম আরুছুর রহমান আরুছ, চৌধুরী আহমেদ মহসিন, ফারজানা হাকিম চৌধুরী, ইসরাত জাহান মুকুল, জামশেদ আলম, মাযহারুল ইসলাম চৌধুরী হীরা, মিটুন দাশ, মো. মহিউদ্দিন আতিক, মনজুর আলম, রানা মিত্র ও সাজেদা বেগম সাজু।
আর এই পদে ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন- মো. আবদুল হালিম, আবিদা সুলতানা শারমিন, মো. ইকবাল হোসাইন, মো. জসিম উদ্দিন, মিনহাজ উদ্দিন, মো. নাসিমুল আবেদিন চৌধুরী রায়হান, মো. সাদ্দাম হোসেন, সাজ্জাদ কামরুল হোসেন, তৌহিদ হোছাইন সিকদার, মোহাম্মদ জাহেদ হোসেন এবং মো. জাহিদুল ইসলাম।
১৮৯৩ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়। এক বছর মেয়াদে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।