“অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে দেশে আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ নাই,” বলেন ক্যাবের নাজের হোসাইন।
Published : 22 Feb 2025, 09:20 PM
রোজার মাস ঘিরে কারসাজি করে বাজারে সংকট তৈরি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ‘কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব)।
শনিবার বন্দর নগরী চট্টগ্রামের চকবাজার থেকে প্রেস ক্লাব অভিমুখে পদযাত্রার কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা এ দাবি তুলে ধরেন।
পদযাত্রা শেষে এক সমাবেশে ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, রোজা সংযমের মাস হলেও ব্যবসায়ীদের একটি শ্রেণি মজুতদারি এবং নানা অজুহাতে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট তৈরি করে।
“প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের ‘নিরবতা’ ও অসাধু ব্যবসায়ীদের প্রতি ‘মানবিকতার’ নামে দেশে নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হয়। মানুষ কষ্টে আছে, এটা সরকারকে না জানিয়ে বরং সব কিছু ঠিক আছে বলে প্রতিবেদন দিয়ে সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে। ফলে বিপুল আমদানি ও মজুতের পরও সয়াবিন তেল উধাও, বাজারে টাকা দিয়েও তেল পাওয়া যাচ্ছে না। অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে দেশে আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ নাই।”
তিনি বলেন, “ব্যবসায়ীরা ভ্যাট বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলার ও এলসির সংকটসহ নানা অজুহাত দেখালেও সব পণ্যের ক্ষেত্রে সত্যতা খুঁজে পাওয়া দুষ্কর। শুধু সয়াবিন তেল নয় সবকটি নিত্যপণ্যের দামে অতি মুনাফার কারণে বর্তমানে জীবন-জীবিকা কঠিন বাস্তবতায়।
“ব্যবসায়ীরা একবার সয়াবিন, একবার পেয়াঁজ, একবার ডাল, আটা-ময়দা, এভাবে প্রতিটি পণ্যের বাজারে অস্থিরতা তৈরি করছে। গুটি কয়েক অসাধু ব্যবসায়ীদের নিত্যপণ্য মূল্যের বাজারে অতিমুনাফা ও তাদের নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কালক্ষেপণে সরকারের সব অর্জনকে ম্লান করে দিচ্ছে।”
পদযাত্রা কর্মসূচিতে ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সদরঘাটের সভাপতি শাহীন চৌধুরী, চট্টগ্রাম মহানগরের মিটুল দাস গুপ্ত, চকবাজারের সভাপতি আবদুল আলীম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম বক্তব্য দেন।