সাতজনের নাম দিয়ে মামলাটি করেন নিহতদের একজন বখতেয়ার উদ্দিন মানিকের মা।
Published : 01 Apr 2025, 09:45 PM
চট্টগ্রামে প্রাইভেট কারকে ধাওয়ার পর গুলি করে দুইজনকে হত্যার তৃতীয় দিনে এসে মামলা হয়েছে।
সাতজনের নাম দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বাকলিয়া থানায় মামলাটি করেন নিহতদের একজন বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন মামলার তথ্য দিলেও আসামি সাতজনের নাম বলেননি। তিনি বলেন, এদের ছাড়াও পরিচয় না জানা আরও ছয়/সাতজনকে আসামি করা হয়েছে।
চট্টগ্রামে যে গাড়িকে ধাওয়া করে গুলি করে দুইজনকে খুন করা হয়, সে গাড়িতে ছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা।
তাকে ‘নিশানা’ করেই প্রতিপক্ষ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অনুসারীরা ওই গাড়িতে হামলা চালিয়েছে বলে সন্দেহ করছেন গুলিতে আহত এক যুবক ও নিহতের স্বজনরা।
ওই গাড়িতে থাকা আহত মো. রবিনের সন্দেহ, ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পেছনে সরোয়ারের হাত থাকতে পারে–এমন সন্দেহ থেকে তাকে খুন করতে সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে।
রবিন এখন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে গত ১৫ মার্চ গ্রেপ্তার হন ছোট সাজ্জাদ।
গত রোববার ভোরের দিকে নগরীর চকবাজার চন্দনপুরা এলাকায় ধাওয়া করে প্রাইভেট কারে গুলি করে দুইজনকে হত্যা করা হয়। এতে আহত হন আরও দুইজন।
নিহতরা হলেন- বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ। তাদের বয়স ৩০ থেকে ৩৬ এর মধ্যে। আহতরা হলেন- রবিন ও হৃদয়।
ঘটনার পর চকবাজার থানার ওসি জাহিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বাকলিয়া রাজাখালী ব্রিজ থেকে প্রাইভেট কারটিকে ধাওয়া করা হয়। পরে চন্দনপুরা-বাকলিয়া এক্সেস রোডের মুখে সেটিতে গুলি চালিয়ে দুই জনকে খুন করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. রবিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাইভেট কারে চালকসহ মোট ছয়জন ছিলেন। নিহত মানিক গাড়ি চালাচ্ছিলেন, তার পাশে বসা ছিলেন সরোয়ার হোসেন বাবলা।
“শাহ আমানত ব্রিজ সংলগ্ন বালুর মহাল থেকে বের হওয়ার কিছু সময় পর কয়েকটা মোটরসাইকেলে কয়েকজন এসে গাড়ির দিকে করে গুলি চালাতে থাকে। বহদ্দারহাটের দিকে যাবার কথা থাকলেও ‘জীবন বাঁচাতে’ আমাদের গাড়ি বাকলিয়া এক্সেস রোডের দিকে চলে যায়। গাড়িতেই গুলিবিদ্ধ হয়েছিলেন আব্দুল্লাহ।”
শীর্ষ সন্ত্রাসী সরোয়ারকে 'টার্গেট করেই' গাড়িতে গুলি
চট্টগ্রামে প্রাইভেট কার থামিয়ে গুলি করে ২ জনকে হত্যা
চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো 'ছোট সাজ্জাদ' ঢাকায় গ্রেপ্তার