বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা পিকআপের চালক, ২ শ্রমিকের প্রাণ গেল

আহত আরও দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2022, 12:46 PM
Updated : 26 Nov 2022, 12:46 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার চিনকি আস্তানা অংশে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার ভোরের এ দুর্ঘটনায় পিকআপটির চালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয় বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ভোরে চিনকি আস্তানা এলাকায় সড়কের পাশে চট্টগ্রামমুখী পিকআপটি দাঁড়ানো ছিল। এসময় এনা পরিবহনের চট্টগ্রামমুখী একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

চালক ছাড়া নিহত বাকি দুজন পিকআপের পেছনে থাকা শ্রমিক জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আহত আরও দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন পিকআপ চালক মাদারিপুর জেলার শিবচরের ভদ্রাসনের মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুর জেলার স্বরূপকাঠির মো. হাসান (৪২) ও বরিশাল জেলার বানারিপাড়ার মো. সোহেল (৩৮)।

আহত মো. আরিফ ও মো. মিজানুর রহমান নামের দুজন চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাইওয়ে পুলিশের কর্মকর্তা আলমগীর বলেন, “পিকআপে চড়ে ওই শ্রমিকরা ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন।

“ঘটনার পর বাস ও পিকআপটি আটক করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে।”