অর্জুন কুমার নাথ বলেন, “দুজন পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ ধাম পর্যন্ত পৌঁছেছিলেন। সেখানে তারা অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন।”
Published : 26 Feb 2025, 08:14 PM
সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে শিব চতুর্দশী মেলায় ‘ভিড়ের মধ্যে অতিরিক্ত গরমে’ দুজনের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা দুইটার দিকে চন্দ্রনাথ পাহাড়ের ওপরে দুজনের মৃত্যু হয় বলে সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতিরিক্ত ভিড়ের মধ্যে গরমে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এদের মধ্যে একজন নারী।
“তাদের তাদের পরিচয় জানা যায়নি।”
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানায় দুইজনের লাশ রাখা আছে। তাদের বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে।
তিনি বলেন, “তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হচ্ছে।”
সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা মেলা কমিটিরসহ-সভাপতি অর্জুন কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিব চতুর্দশী উপলক্ষে মঙ্গলবার থেকে তিনদিনের মেলা শুরু হয়েছে। বুধার দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে সীতাকুণ্ডের এই তীর্থ স্থানে।
তিনি বলেন, “দুজন পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ ধাম পর্যন্ত পৌঁছেছিলেন। সেখানে তারা অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন।”
সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান। প্রতি বছর শিব চতুর্দশী মেলা উপলক্ষে চন্দ্রনাথ পাহাড়ে সারাদেশ থেকে বিপুল সংখ্যক হিন্দু ধর্মের লোকজন ভিড় করেন।
প্রতি বছর শিব চতুর্দশীতে সমতল থেকে ১২০০ ফুট উপরে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিবের মন্দিরে দেশ-বিদেশের লাখ লাখ সনাতন ধর্মাবলম্বী সমবেত হন।
শিব চতুর্দশী মেলা: চন্দ্রনাথ থেকে নামতে হুড়োহুড়ি, আহত ১০
বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা করলেও ভক্তদের কাছে মূল আকর্ষণ থাকে পাহাড় চূড়ার চন্দ্রনাথ মন্দিরে। ভক্তদের অনেকেই পূণ্যস্নানে নিজেকে পবিত্র করে নেন চূড়ায় ওঠার আগে।
চন্দ্রনাথ পাহাড়ের এই তীর্থ স্থানে চন্দ্রনাথ মন্দির, স্বয়ম্ভুনাথ মন্দির, বীরুপাক্ষ মন্দির, ভোলানাথ গিরি সেবাশ্রম, দোল চত্বর, শ্রীকৃষ্ণ মন্দিরসহ বিভিন্ন মঠ-মন্দির ঘুরে দেখেন দর্শনার্থীরা।
এবার বুধবার সকাল ১০টার দিকে শিব চতুর্দশী তিথি শুরু হয়, যা শেষ হবে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে।
এর আগে ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি শিব চতুর্দশী মেলাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন পদদলিত হয়ে আহত হয়েছিল।