Published : 14 Dec 2024, 08:20 PM
চট্টগ্রামের পাহাড়তলী থানার আব্দুল লতিফ সড়কে দুই পক্ষের সংঘর্ষের পর আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের বিষয়ে সংবাদমাধ্যমে তথ্য দেওয়া হলেও সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার রাতে।
পুলিশ বলছে, টাকাপয়সার বিরোধ এবং এলাকায় আধিপত্য নিয়ে ওই সংঘর্ষ হয়।
গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ আলী ও মো. সুজন। এদের মধ্যে মোহাম্মদ আলী নগরীর হালিশহর এলাকার বাসিন্দা। সুজনের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে সংঘর্ষের খবর আসে। পরে ওই এলাকায় মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে হাজির হলে দুপক্ষই পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
“এসময় স্থানীয়দের সহায়তায় আলী গ্রুপের প্রধান মোহাম্মদ আলী ও তার অনুসারী সুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। জাবেদ গ্রুপের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।”
সংঘর্ষে এক পক্ষের নেতৃত্বে ছিল মোহাম্মদ আলী। আর সুজন তার অনুসারী। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি রড উদ্ধার করার কথা বলেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, স্থানীয়দের কাছে একটি পক্ষ পাহাড়তলি থানার ‘জাবেদ গ্রুপ’ ও অন্যটি হালিশহর থানার ‘আলী গ্রুপ’ নামে পরিচিত।
পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব শত্রুতা, টাকা পয়সা নিয়ে বিরোধ এবং এলাকায় শোডাউনের জন্য দুই পক্ষ সেখানে সংঘর্ষে জড়িয়েছিল।”