২২ রাউন্ড গুলিও উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব।
Published : 20 Aug 2024, 11:37 AM
সরকার পতনের পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন পুলিশি স্থাপনায় হামলার পর লুট হওয়া আরও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি চায়নিজ রাইফেল ও দুইটি শটগান।
মঙ্গলবার র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ অগাস্ট অস্ত্রগুলো লুট হওয়ার পরবর্তী সময়ে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। পাশাপাশি সাধারণ জনগণও অস্ত্র উদ্ধারের ব্যাপারে তথ্য দিয়ে সাড়া দেয়ার কারণে এসব অস্ত্র উদ্ধার হয়েছে।
চট্টগ্রামের থানাগুলো এখন ধ্বংসস্তুপ
উদ্ধার হওয়া তিনটি অস্ত্রের পাশাপাশি ২২ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর চট্টগ্রাম নগরে উল্লাস করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় বিভিন্ন পুলিশি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের হামলা ও অগ্নি সংযোগের মধ্যে নগরীর কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা, ইপিজেডসহ বেশ কয়েকটি থানায় অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট হয়।
র্যাব জানিয়েছে, এর আগেও নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করে নগর পুলিশ কর্তৃপক্ষকে হস্তান্তর করেছে তারা।