‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না', 'বাঁশখালী মইশখালী পাল উড়াইয়া দিলে সাম্পান গুরগুরাই চলে’ এর মত গানের শিল্পী তিনি।
Published : 09 Dec 2024, 11:40 PM
চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পী, সুরকার ও গীতিকার সনজিত আচার্য্য মারা গেছেন।
তার বয়স হয়েছিল ৭১ বছর।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে এ সংগীতশিল্পীর মৃত্যু হয় বলে জানান তার ছোটভাই মিলন আচার্য্য।
'বাঁশখালী মইশখালী পাল উড়াইয়া দিলে সাম্পান গুরগুরাই চলে’; ওরে কর্ণফুলীরে সাক্ষী রাখিলাম তোরে; আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না'সহ অনেক জনপ্রিয় গানের স্রষ্টা সনজিত আচার্য্য।
চট্টগ্রামের অনেক লোকগান, ‘হালদাফাডা’ গান, মাইজভান্ডারি ঘরানার গানে সুর, কথা ও কণ্ঠ দিয়েছেন সনজিত।
চট্টগ্রামের পটিয়ায় চাফরা গ্রামে জন্মগ্রহণকারী সনজিত পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে ছিলেন চতুর্থ।
তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
এ সংগীত শিল্পীর শেষকৃত্য সোমবার রাতে বলুয়ার দীঘিরপাড় অভয়মিত্র মহাশ্মশানে অনুষ্ঠিত হয়।