আর্জেন্টিনার বিজয়োল্লাসে জেগে থাকল চট্টগ্রামও

আতশবাজি ফুটিয়ে আর মেসি মেসি ধ্বনিতে নগরীতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন ভক্তরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2022, 08:50 PM
Updated : 18 Dec 2022, 08:50 PM

অসাধারণ রোমাঞ্চ আর নাটকীয়তায় টাইব্রেকারে শিরোপা জেতার রাতে চট্টগ্রামও জেগে উঠেছে মেসির জয়োল্লাসে।

জয় নিশ্চিত হতেই আতশবাজি ফুটিয়ে আর মেসি মেসি ধ্বনিতে নগরীতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন ভক্তরা।

রোববার বিশ্বকাপ ফাইনাল শুরুর আগেই অনেকটা ফাঁকা নগরীর সড়ক ও অলিগলি আবার ভরে ওঠে আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসে। যেসব স্থানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছিল সেখান থেকেও একের পর এক মিছিল ছড়িয়ে পড়ে শহরজুড়ে।

বিভিন্ন এলাকায় সমর্থকদের বিরিয়ানি রান্নার আয়োজনও করতে দেখা গেছে প্রিয় দলের সমর্থনে।

খেলার ২২ মিনিটে স্পট কিকে লিওনেল মেসি দলকে এগিয়ে নিয়ে গেলে বিভিন্ন স্থানে শুরু হয় আতশ বাজি ফোটানো। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পর সে তা আরও বাড়তে থাকে। 

Also Read: মেসির হাতে শিরোপা: উল্লাস-উন্মাদনায় মাতলো ঢাকাও

তবে দ্বিতীয়ার্ধে ফ্রান্স দুই গোলের সমতা ফেরার পর অনেকটা নিস্তব্ধ হয়ে যায় নগরী।

উত্তজেনা আর শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে আর্জেন্টিনার শেষ গোলের পর আতশবাজি আর উল্লাসের রেশ রয়ে যায় অনেকটা সময়।

বিভিন্ন ভবন থেকে চিৎকার, ছাদ থেকে আতশবাজির শব্দে চারদিক শুরু হয় মেসি ভক্তদের বিজয়োল্লাস।

বিভিন্ন অলিগলি থেকে বিভিন্ন বয়সী লোকজন রাস্তায় নেমে আসে প্রিয় দলের জয় উদযাপনে। 

সড়কগুলোতে মোটরসাইকেল, মিনি ট্রাক, প্রাইভেট কারে করে কিশোর-তরুণ-যুবকরা প্রিয় দলের পতাকা নিয়ে মেতে উঠেন দীর্ঘ প্রতীক্ষার বিজয়ে।