এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।
Published : 10 Jan 2025, 07:18 PM
চট্টগ্রামের কাঁচা বাজারগুলো শীতকালীন সবজিতে ভরপুর থাকায় নাগালের মধ্যে রয়েছে সবজির দাম। তবে সবজির সেই স্বস্তি উবে যাচ্ছে মুরগি ও পেঁয়াজের উর্ধ্বমুখী দামে।
শুক্রবার নগরীর রেয়াজুদ্দিন বাজার, কাজীর দেউড়ি, মোমিন রোড, আগ্রাবাদ, চকবাজার, পাথরঘাটা বাজার এবং নগরীর বিভিন্ন এলাকার ভ্রাম্যমাণ বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এমন চিত্র দেখা গেছে।
চট্টগ্রামের সবচেয়ে বড় কাঁচাবাজার রেয়াজুদ্দিন বাজারে শীতকালীন সবজির মধ্যে অধিকাংশের দামই ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। সেখানে ফুলকপি প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, মুলা ২০ টাকা, শিম ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, শিমের বিচি ১৪০টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া লাউ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, খিরা ৩০ থেকে ৪০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৭০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা দরে মিলছে।
এ বাজারে আলু মানভেদে ৩৫ থেকে ৪০ টাকায় এবং কাঁচামরিচ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।
আর ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকে ছোট-বড় মিলিয়ে ১০০ টাকায় তিন কেজি আলুও কিনতে পারছেন ক্রেতারা।
রেয়াজুদ্দিন বাজারের সবজি বিক্রেতা আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শীতের সবজিতে বাজার ভরপুর। সরবরাহ বেশি থাকায় দামও কম। সে কারণে বিক্রিও হচ্ছে বেশি। সরবরাহ পর্যাপ্ত থাকলে বাজারে কম দামে মিলবে।”
তবে কাজীর দেউড়ি বাজারে এসব সবজি কেজিতে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বাড়তি দরে বিক্রি হতে দেখা গেছে।
এ বাজারে সবজি কিনতে আসা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আহসান হাবিব বলেন, “টমেটো ছাড়া শীতকালীন প্রায় সকল সবজিরই দাম মোটামুটি কম, এটা স্বস্তির। কিন্তু পেঁয়াজসহ কিছু পণ্যের দাম উর্ধমুখী, এসব নিয়ন্ত্রণে রাখা উচিত।”
১০ দিন আগেও খুচরায় প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ শুক্রবারে রেয়াজুদ্দিন বাজারের দোকানে বিক্রি হচ্ছিল ৮০ টাকায়।
নগরীর বিভিন্ন খুচরা দোকানেও পেঁয়াজ প্রতিকেজি ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ বিক্রেতারা আকার ও মানভেদে পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করছেন।
এর বাইরে খুচরায় রসুন মানভেদে ২২০ থেকে ২৩০ এবং আদা ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চট্টগ্রামের বাজারে মুরগির দামও বাড়তি। রেয়াজুদ্দিন বাজারে বিভিন্ন ওজনের ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হয়েছে ২০০ থেকে ২১০ টাকায়। সোনালী মুরগি ৩৭০ টাকা, লেয়ার বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।
বিক্রেতারা জানালেন, ব্রয়লার ও সোনালি– দুই ধরনের মুরগির দামই এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।