“আহত ১৬ জনের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা শঙ্কামুক্ত নয়।”
Published : 24 Jul 2024, 03:27 PM
কোটাবিরোধী আন্দোলন ঘিরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় আহত ১৬ জন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার হাসপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তছলিম উদ্দিন বলে, “আহত ১৬ জনের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা শঙ্কামুক্ত নয়।”
গত ১৬ জুলাই থেকে শুক্রবার পর্যন্ত নগরীর কয়েকটি স্থানে কোটাবিরোধীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।
এসব ঘটনায় নিহত হন অন্তত ৬ জন। এ মধ্যে ১৬ জুলাই নগরীর মুরাদপুরে তিনজন এবং বৃহস্পতিবার বহদ্দারহাটে সংঘর্ষে দুইজন মারা যান। এরপর গত বৃহস্পতিবার বহদ্দারহাটে সংঘর্ষের ঘটনায় আহত এক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান।
মারা যাওয়া শিক্ষার্থীর নাম হৃদয় চন্দ্র তরুয়া (২২)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পটুয়াখালীতে।
গত কয়েক দিনের সংঘর্ষের ঘটনায় আহত মোট ২০৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে ব্রিগেডিয়ার তছলিম উদ্দিন জানিয়েছেন।