শ্যালিকাকে খুন, চট্টগ্রামে এক ব্যক্তি গ্রেপ্তার

ওই ব্যক্তি জামিনে কারাগার থেকে বের হয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2023, 08:22 AM
Updated : 27 May 2023, 08:22 AM

স্ত্রীকে খুন করতে না পেরে শ্যালিকাকে খুন করে পালিয়ে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে শুক্রবার মো. শাহ পরান (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহ পরান ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হাসনাবাদ এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলা চলাকালীন শাহ পরান জামিনে কারাগার থেকে বের হয়ে আত্মগোপনে চলে যান। বিভিন্ন এলাকায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় অবস্থান নেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ২০১০ সালের জানুয়ারিতে গ্রেপ্তার শাহপরান খুন হওয়া ফারহানা ইয়াছমিনের বড় বোন দেলোয়ারাকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের কিছু দিনের মধ্যে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় দেলোয়ারা বাবার বাড়িতে গিয়ে উঠেন।

“এতে ক্ষিপ্ত হয়ে শাহপরান একই বছরের ১ এপ্রিল তার ভগ্নিপতিকে নিয়ে দেলোয়ারার বাড়িতে যান। ঘুমন্ত দেলোয়ারাকে ছুরিঘাত করায় তার চিৎকারে জেগে উঠেন ছোট বোন ফারহানা ও তাদের মা। এসময় শাহপরান ফারহানাকে পেটে উপযুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”