মঙ্গলবার সকালে জোয়ারের সময় বন্দরের জেটিতে জাহাজ ফিরতে শুরু করে।
Published : 28 May 2024, 09:08 PM
ঘূর্ণিঝড় রেমালের পর জেটিতে ফিরেছে সাগরে নেওয়া জাহাজগুলো, সেই সঙ্গে সচল হয়েছে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক সব কার্যক্রম।
মঙ্গলবার সকালে জোয়ারের সময় বন্দরের জেটিতে জাহাজ ফিরতে শুরু করে। তবে দুপুরে বন্দর চ্যানেলে একটি পণ্যবাহী জাহাজ আটকে যায়। বিকেলে সেটি সরিয়ে নেওয়া হলে জাহাজ চলাচলের সব বাধা কেটে যায়।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার ১৮টি জাহাজ ফিরেছে। বন্দরের সব অপারেশনাল কাজ স্বাভাবিকভাবে চলছে।”
রোববার রাতে বাংলাদেশ উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টি ঝরিয়ে উপকূলীয় জেলাগুলোতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটালেও সোমবার দুপুর নাগাদ চট্টগ্রাম অঞ্চলে দুর্বল হয়ে পড়ে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কায় চট্টগ্রাম বন্দরের নিজস্ব সর্বোচ্চ ‘সতর্কতা-৪’ জারি করা হয় রোববার সকালে। তখন জেটিতে থাকা ১৯টি জাহাজ সাগরে পাঠানো হয়। বন্ধ করা হয় বন্দর পরিচালনার সব কার্যক্রম।
ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করে যাওয়ায় সোমবার বিপৎসংকেত নামিয়ে নেয় আবহাওয়া অধিদপ্তর। তবে সোমবার কোনো জাহাজ বন্দর জেটিতে ফিরতে পারেনি।
বন্দর সচিব ওমর ফারুক বলেন, “সোমবার বন্দরের নিজস্ব অ্যালার্ট তুলে নেওয়া হয়। এদিন দুপুরে জাহাজগুলোকে জেটিতে ফিরতে বলা হলেও সেসময় জোয়ারের সময় না হওয়ায় এবং পরে সাগর উত্তাল থাকায় জেটিতে ফিরতে পারেনি।
“আজ সকালে জোয়ারের সময় শুরু হলে জাহাজগুলো একে একে জেটিতে ভিড়তে শুরু করে, বিকালের মধ্যে পৌঁছে যায় ১৮টি জাহাজ।”
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জেটিতে ফেরার সময় মঙ্গলবার দুপুর পৌনে ১টায় কর্ণফুলী নদীর বোট ক্লাব-সংলগ্ন অংশে এমভি শি জি ফেন নামের একটি জাহাজ স্টিয়ারিং গিয়ার নষ্ট হওয়ায় চ্যানেলে আটকা পড়ে। জাহাজটিতে ইস্পাত তৈরিতে ব্যবহৃত লোহার পাতের কয়েল রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সাহায্যকারী জলযান ‘কাণ্ডারী-৩’ ও ‘কাণ্ডারী-৪’ আটকে পড়া এমভি শি জি ফেনকে চ্যানেল থেকে সরিয়ে নেয়।
বঙ্গোপসাগর থেকে কর্ণফুলী নদী তীরের চট্টগ্রাম বন্দরের জেটি পর্যন্ত নদীর ১৬ কিলোমিটার দীর্ঘ চ্যানেল ধরে জাহাজ জেটিতে আসা-যাওয়া করে।
এ চ্যানেলে কোনো প্রতিবন্ধকতা থাকলে জাহাজ চলাচল বিঘ্নিত হয়। তাই চ্যানেলে কোনো জাহাজ আটকা পড়লে সেটি আশঙ্কার সৃষ্টি করে।
তবে মঙ্গলবার দুপুরে এমভি শি জি ফেন জাহাজটি চ্যানেলে আটকা পড়লেও চ্যানেলের একাংশ খোলা ছিল, ফলে এতে বন্দরের পথে জাহাজ চলাচলে কোনো প্রতিবন্ধকতা হয়নি বলে জানান বন্দর সচিব ওমর ফারুক।