এক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
Published : 17 Jan 2025, 12:52 PM
চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সনি বড়ুয়া (৪০), রুবেল বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৪৫)। তারা মীরসরাই উপজেলার আবু তোরাব ইউনিয়নের মাইনি বড়ুয়া পাড়ার বাসিন্দা।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে মহাসড়কের সুফিয়া রাস্তা মাথার ইউটার্নের কাছে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। চট্টগ্রামমুখী কোনো গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
তবে কোনো গাড়ি ধাক্কা দিয়েছে, সেটি শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই বোরহান বলেন, বৃহস্পতিবার রাতে মীরসরাই সদরের দিকে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিন জন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়ে প্রাণ হারান তারা।