জেলা প্রশাসন মনে করছে, আয়োজনটি ঘিরে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য অনুষ্ঠানটি ছোট করার ব্যাপারে তারা আয়োজকদের বলেছে।
Published : 09 Apr 2025, 01:23 AM
এখনও অনুমতি না মেলায় চার দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রামের ডিসি হিলে হয়ে আসা বাংলা বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বর্ষবরণ অনুষ্ঠানের ছয় দিন বাকি থাকলেও 'নিরাপত্তা' অজুহাতে প্রশাসন এখনও অনুমতি দেয়নি। এতে হতাশ আয়োজকরা।
‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, চট্টগ্রাম’ নিয়মিতভাবে ৪৬ বছর ধরে এ আয়োজন করে আসছে। এবারে ৪৭তম বারের মত আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রামের ডিসি ফরিদা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তো যে কোনো বড় পরিসরের অনুষ্ঠানের ব্যাপারে অনুমতি দিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন দেখে অনুমতি দেই। আয়োজনটি নিয়ে আমাদের কাছে কিছু পর্যবেক্ষণ আছে। সব মিলিয়েই এখনো অনুমতি দেওয়া সম্ভব হয়নি।
”অনুষ্ঠানের অনুমতি দিয়ে দিলেই তো হবে না। নিরাপত্তা ঝুঁকির ব্যাপারটিও তো ভাবতে হবে।"
এ বছর অনুষ্ঠান করতে অনুমতি চেয়ে প্রায় দুই মাস আগে জেলা প্রশাসনকে চিঠি দেন আয়োজকরা। মঙ্গলবার এ নিয়ে জেলা প্রশাসনের সভা হলেও সেখানে অনুমোদন দেওয়া হয়নি। বরং অনুষ্ঠানটি বাতিল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা ও আয়োজন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসন মনে করছে, আয়োজনটি ঘিরে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য অনুষ্ঠানটি ছোট করার ব্যাপারে তারা আয়োজকদের বলেছেন।
বর্ষবরণ ও বর্ষবিদায়ে চট্টগ্রামের ডিসি হিলে এ আয়োজন জেলার সবচেয়ে পুরনো। প্রতিবারই এ আয়োজনে হাজারো মানুষ অংশ নেয়।
এদিকে অনুমতি পেতে দেরি হলে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে না বলে মনে করছেন সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সমন্বয়ক সুচরিত দাশ।
তিনি বলেন, মঙ্গলবার ডিসির উপস্থিতিতে এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলে অনুষ্ঠান নিয়ে নিরুৎসাহিত করা হয়। পরে আবার অনুষ্ঠানের ব্যাপ্তি কমিয়ে আনার কথাও বলা হয়।
সভায় উপস্থিত আয়োজন সংশ্লিষ্ট এবং জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেছেন, প্রশাসনের কেউ কেউ অনুষ্ঠানটি ডিসি হিলে না করে অন্য কোথাও করার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ অনুষ্ঠানটি বাতিল করারও মতও জানিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এখনো অনুষ্ঠানটির অনুমতি দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় নি। দু-একদিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।"
মাঝে কোভিড মহামারীর দুই বছর ছাড়া নিয়মিতই এ অনুষ্ঠান হয়েছে বলে আয়োজন সংশ্লিষ্টরা জানান এবং অতীতে কখনোওই ডিসি হিলের বাইরে আয়োজনটি হয়নি। এই আয়োজনকে ঘিরে ডিসি হিলে বৈশাখী মেলাও বসে।
আয়োজনের সমন্বয়ক সুচরিত দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ৪৬ বছর ধরে বর্ষবরণের এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছি। এবারের আয়োজনের জন্য গত ১৩ ফেব্রুয়ারি চিঠি দিয়ে অনুমতি চেয়েছি। কিন্তু মঙ্গলবার পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি।"
অনুমতি দিতে সমস্যা কোথায়?
অনুষ্ঠানের আয়োজক এবং অন্যান্যদের নিয়ে মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের সভায় অনুষ্ঠানটির অনুমতির বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি।
সভায় উপস্থিত থাকা সুচরিত দাশ বলেন, ”আমরা বলেছি, এটা তো অনেক বছর ধরে এখানে হয়ে আসছে। বিগত সময় জেলা প্রশাসন সহযোগিতাও করেছে। তখন প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, 'এখন পরিবর্তিত পরিস্থিতি, আগের মতো সব হবে না'। জেলা প্রশাসক মহোদয় দু-একদিন পর সিদ্ধান্ত জানাবেন বলে আমাদের জানিয়েছেন।"
এদিকে মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এবার বর্ষবরণে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
এ কথা চট্টগ্রামের ডিসির নজরে আনা হলে ফরিদা খানম বলেন, "একেক এলাকার চিত্র তো একেক রকম। চট্টগ্রামের বাস্তবতা অনুযায়ী আমরা সিদ্ধান্তের ব্যাপারে চিন্তা করছি।"
এবার একটি আয়োজনেই সবাইকে সম্পৃক্ত করার ব্যাপারেও নির্দেশনা আছে বলেও তুলে ধরেন ডিসি। বলেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আয়োজন না করে জেলা প্রশাসনের আয়োজনেই সবাই সম্পৃক্ত হতে পারে।
সুচরিত দাশ খোকন বলেন, তাদের এবারের আয়োজনে মোট ৬০টি সংগঠন অংশ নেযার কথা।অনুষ্ঠানসূচিও চূড়ান্ত হয়ে আছে। এরশাদ আমলেও রক্তচক্ষু উপেক্ষা করে আমরা অনুষ্ঠান করেছিলাম। কিন্তু এসময়ে এসে এখনো অনুমতি না পাওয়াটা হতাশাজনক।