পরে রাত পৌনে দুইটার দিকে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সড়িয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
Published : 04 Aug 2024, 12:36 PM
সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের মধ্যে শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ করে লোহাগাড়া থানায় হামলার ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যার পর থেকে লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু হয়। রাত দেড়টার পর পুলিশ টিয়ার সেল, ফাঁকাগুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে আন্দোলনকারীদের।
চট্টগ্রাম জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, লোহাগাড়া থানার সামনে রাখা দুইটি জব্দ গাড়িতে রাত সাড়ে ৯টার দিকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
পরে তারা থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের মাইকে নিষেধ করে এবং রাস্তা থেকে সড়ে যেতে বলে। গেইট ভেঙ্গে বিক্ষোভকারীরা থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে।
পরে রাত পৌনে দুইটার দিকে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সড়িয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেনের সঙ্গে টেলিফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।