গত শুক্রবার কক্সবাজারের ফিশারিঘাটে নোঙর করা মাছ ধরার ওই ট্রলারে বিস্ফোরণে দগ্ধ হন ১০ জন।
Published : 10 Feb 2024, 04:47 PM
কক্সবাজারে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। এ নিয়ে ওই ঘটনায় এপর্যন্ত সাতজনের মৃত্যু হলো।
গত শুক্রবার কক্সবাজারের ফিশারিঘাটে নোঙর করা মাছ ধরার ওই ট্রলারে বিস্ফোরণে দগ্ধ হন ১০ জন। তাদের সেদিন চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। ওইদিনই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আইয়ুব আলী নামে একজনের মৃত্যু হয়। এরপর একে একে সাতজন মারা গেলেন।
ওই ঘটনায় দগ্ধ দিল মোহাম্মদ নামের একজনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন মনির আহমেদ (২৪) ও রহিম উল্লাহ (৩০) নামের দুজন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)