শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম এক দিনের ম্যাচে ৯৯ রানে হারল বাংলাদেশ ইমার্জিং দল।
Published : 17 Oct 2023, 06:15 PM
প্রথম ওভারেই সাফল্য পেলেন রিপন মণ্ডল। পরে তিনি ধরলেন আরও ৩ শিকার। বোলারদের সম্মিলিত অবদানে শ্রীলঙ্কা ইমার্জিং দলকে আড়াইশর মধ্যে রাখল বাংলাদেশ ইমার্জিং দল। কিন্তু হতাশ করলেন ব্যাটসম্যানরা। আব্দুল্লাহ আল মামুন ছাড়া বাকিদের ব্যর্থতায় বড় ব্যবধানেই হারল মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বাধীন দল।
ডাম্বুলায় মঙ্গলবার শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ৯৯ রানে হারল বাংলাদেশ। স্বাগতিকরা ৪৮.১ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করার নামে বৃষ্টি। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ২৫২ রান। ৩৮ ওভারে স্রেফ ১৫২ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
বল হাতে দারুণ শুরুর পর ৯.১ ওভারে দুই মেডেনসহ স্রেফ ২৮ রান খরচায় ৪ উইকেট নেন রিপন। ছয় নম্বরে নেমে মামুন খেলেন ৬৪ রানের ইনিংস। আর কেউ ২০ রানও করতে পারেননি।
রান তাড়ায় পাঁচ ওভারের মধ্যে আউট হন দুই ওপেনার পারভেজ হোসেন ও অমিত হাসান। দলীয় পঞ্চাশের আগে ড্রেসিং রুমের পথ ধরেন শাহাদাত হোসেন, প্রিতম কুমার, ও মাহমুদুল। এদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল অধিনায়ব, ২৭ বলে ১৮ রান।
এরপর রিশাদ হোসেনকে নিয়ে প্রতিরোধ গড়ার আভাস দেন মামুন। দুজনের জুটিতে আসে ৪৩ রান। রিশাদ ১৫ রান করে ফিরে গেলে ইনিংসের বাকিটা একাই টেনে নেন মামুন।
নবম উইকেটে মামুন-রিপনের ৩৪ রানের জুটিতে পরাজয়ের ব্যবধান কমে। ৮৪ বলের ইনিংসে ২ চার ও ৩ ছক্কা মারেন বাঁহাতি অলরাউন্ডার মামুন।
শ্রীলঙ্কার পক্ষে ৪ উইকেট নেন আশান ড্যানিয়েল। ইশান মালিঙ্গা ধরেন ৩ শিকার।
ম্যাচের প্রথমভাগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। তবে মোহাম্মদ শামাজ, নাভোদ পারানাভিতানা, আহান উইক্রামাসিংহের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে আড়াইশ ছুঁইছুঁই পুঁজি দাঁড় করায় তারা।
কিপার-ব্যাটসম্যান শামাজ ৮৯ বলে ৬২, চারে নেমে পারানাভিতানা ৭১ বলে করেন ৬৬ রান। অধিনায়ক উইক্রামাসিংহে ৬ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন।
একই মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় এক দিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ইমার্জিং দল: ৪৮.১ ওভারে ২৪৫/৮ (লিভেরা ০, শামাজ ৬২, রাত্নায়েকে ১৯, পারানাভিতানা ৬৬, উইক্রামাসিংহে ৬৮*, দিনুশা ৫, উইজেসিংহে ৫, ভিয়াসকান্থ ২, গুনাসেকারা ৯, ড্যানিয়েল ৬*; রিপন ৯.১-২-২৮-৪, মৃত্যুঞ্জয় ৪-০-৩৬-০, মুশফিক ৯-১-৫১-০, রকিবুল ১০-০-৪৭-১, রিশাদ ১০-১-৪২-১, জয় ৩-০-১৯-০, মামুন ৩-০-১৭-১)
বাংলাদেশ ইমার্জিং দল: (লক্ষ্য ৪৭ ওভারে ২৫২) ৩৮ ওভারে ১৫২ (পারভেজ ৫, অমিত ৫, জয় ১৮, শাহাদাত ২, প্রিতম ৬, মামুন ৬৪, রিশাদ ১৫, রকিবুল ৪, মৃত্যুঞ্জয় ৮, রিপন ১৪, মুশফিক ১*; গুনাসেকারা ৪-০-১১-১, মালিঙ্গা ৭-০-৩৮-৩, ভিয়াসকান্থ ৯-১-৪৪-২, ড্যানিয়েল ১০-১-৩০-৪, পারানাভিতানা ৫-০-১২-০, উইজেসিংহে ৩-০-১৯-০)
ফল: ডাক ওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে শ্রীলঙ্কা ইমার্জিং দল ৯৯ রানে জয়ী