দেশি-বিদেশি মিলিয়েই এক আসরে ৫০০ ছোঁয়ার কীর্তি আছে আর কেবল একজনের।
Published : 16 Feb 2023, 07:10 PM
তানভির ইসলামকে স্লগ সুইপ করে ৩৮ থেকে ৪২ রানে পৌঁছে গেলেন নাজমুল হোসেন শান্ত। এই শটেই ছাড়িয়ে গেলেন অপরপ্রান্তে থাকা মুশফিকুর রহিমকে। এক ওভার পর মুস্তাফিজুর রহমানকে স্কয়ার ড্রাইভে চার মেরে সিলেট স্ট্রাইকার্সের ওপেনার পৌঁছে গেলেন ৫০০ রানে। তার নাম লেখা হয়ে গেল বিপিএলের রেকর্ড বইয়ের এমন এক পাতায়, যেখানে আগে ছিলেন না বাংলাদেশের কেউ।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলের এক আসরে ৫০০ রানের মাইলফলকে ছুঁলেন শান্ত। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে বৃহস্পতিবার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিফটির পথে এই কীর্তি গড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান।
৫০০ থেকে ৪৮ রান দূরে থেকে ফাইনাল ম্যাচটি শুরু করেছিলেন শান্ত। দারুণ ব্যাটিংয়ে ৯ চার ও ১ ছয়ে ৪৫ বলে ৬৪ রান করে মইন আলির বলে বোল্ড হয়ে থামে তার ইনিংস।
পুরো আসরে ১৫ ইনিংসে ৩৯.৬৯ গড় ও ১১৬.৮৪ স্ট্রাইক রেটে তার রান ৫১৬।
দেশি-বিদেশি মিলিয়ে বিপিএলের এক আসরে ৫০০ স্পর্শ করতে পেরেছেন আর কেবল একজনই। ২০১৯ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫৫৮ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো।
বিপিএলে এবার শান্তর ফিফটি ৪টি, সর্বোচ্চ রানের ইনিংসটি ৮৯ রানের। আরও চার ম্যাচে পেরিয়েছেন তিনি ৩০। গোটা টুর্নামেন্টে ৫৭টি চার এসেছে তার ব্যাট থেকে। বিপিএলের এক আসরে যে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ড এটি। হাওয়ায় ভাসিয়ে বল সীমানা ছাড়া করেছেন ১২ বার।
রুশোকে ছাড়ানো হাতছানিও ছিল শান্তর সামনে। তবে শেষ পর্যন্ত তা আর পেরে ওঠেননি তিনি।
বিপিএলে এক আসরে সর্বোচ্চ রানের তালিকায় তিন নম্বরেও রুশোর নাম। ২০১৯-২০ আসরে খুলনা টাইগার্সের হয়ে ৪৯৫ রান করেছিলেন তিনি। ওই আসরেই ৭০.১৪ গড় ও ১৪৭ স্ট্রাইক রেটে মুশফিক করেন ৪৯১ রান। এত দিন ধরে এটিই ছিল এক আসরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড। প্রথম আসরে ৪৮৬ রান করে তালিকার পাঁচে পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।