Published : 26 Jun 2023, 10:13 PM
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিবি। হাতের চোটে ছিটকে গেছেন মারকুটে ব্যাটসম্যান জিসান আলম।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে এবার নেই শাহরিয়ার সাকিব, মাজহারুল ইসলাম, শিহাব পাহাড় সাব্বির, একান্ত শেখ ও মইনুল ইসলাম তন্ময়। প্রথমবার যুব দলে ডাক পেয়েছেন নাঈম আহমেদ।
গত ফেব্রুয়ারিতে ইয়ুথ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে মধ্যাঞ্চলের হয়ে ৪ ইনিংসে এক ফিফটিসহ ১১৮ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান নাঈম। মিডল অর্ডারে সাকিবের জায়গায় এবার হয়তো দেখা যাবে তাকে।
এছাড়া পেস বোলিং বিভাগে ফিরেছেন দুইটি যুব ওয়ানডে খেলা তানভির আহমেদ। গত মার্চে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে দুইটি উইকেট নেন কুষ্টিয়ার এই পেসার।
স্পিন বিভাগে জায়গা ধরে রেখেছেন পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি, রাফি উজ্জামানরা। আহরার আমিনের নেতৃত্বে ব্যাটিংয়েও নাঈম ছাড়া নেই কোনো চমক।
চলতি মাসেই খুলনায় যুব দলের ক্যাম্প চলাকালে ফিল্ডিং করতে গিয়ে বাম হাতে চোট পান জিসান। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি খেলতে পারছেন না সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ঝড়ো ব্যাটিংয়ে নজরকাড়া এই তরুণ ওপেনার।
ওই লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে ৮ ম্যাচে দুই ফিফটিসহ ১২২.১৯ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেন জিসান। পাকিস্তানের যুবাদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে তিনি খেলেন ২৬ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩ জুলাই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার যুবারা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের প্রথম তিন ম্যাচ যথাক্রমে ৬, ৯ ও ১১ তারিখ।
শেষ দুই ম্যাচ খেলতে রাজশাহীতে চলে যাবে দুই দল। ১৪ ও ১৭ তারিখ মাঠে গড়াবে ম্যাচ দুইটি। ওই দুই ম্যাচের স্কোয়াড যথাসময়ে ঘোষণা করবে বিসিবি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: আহরার আমিন (অধিনায়ক), আরিফুল ইসলাম (সহ-অধিনায়ক), আশিকুর রহমান (উইকেটরক্ষক), চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক (উইকেটরক্ষক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, নাঈম আহমেদ, পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি, রাফি উজ্জামান, তানভির আহমেদ, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।