ক্রাইস্টচার্চে সিয়ার্সের টেস্ট অভিষেক

টেস্টে গতিময় এই পেসারের সামর্থ্য দেখতে মুখিয়ে আছেন নিউ জিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2024, 09:25 AM
Updated : 7 March 2024, 09:25 AM

সতীর্থের চোটে দলে ডাক পাওয়া বেন সিয়ার্সের এবার টেস্ট অভিষেকও হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে গতিময় এই পেসারকে রাখার কথা নিশ্চিত করেছেন নিউ জিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।

দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে শুক্রবার। আগের দিন সংবাদ সম্মেলনে সিয়ার্সকে সুযোগ দেওয়া নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন সাউদি। 

“তার বলে গতি রয়েছে। গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমরা তাকে ১৫০ কিলোমিটার গতিতে বল করতে দেখেছিলাম, টেস্টে সে কী করতে পারে সেটা দেখার জন্য রোমাঞ্চিত। সে দীর্ঘদেহী। গতি আছে, তার মধ্যে ভালো করার রসদ আছে।” 

ওয়েলিংটনে ১৭২ রানে হেরে যাওয়া প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠের বাইরে চলে যান উইল ও’রোক। এই চোট তাকে ছিটকে দেয় দ্বিতীয় টেস্ট থেকে। তার বদলি হিসেবে কিউই টেস্ট দলে ডাক পান সিয়ার্স। 

তখনই ধারণা করা হচ্ছিল, সব ঠিকঠাক থাকলে ক্রাইস্টচার্চে টেস্ট অভিষেকও হয়ে যাবে ২৬ বছর বয়সী এই পেসারের। সেটিই সত্যি হতে যাচ্ছে। 

নিউ জিল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন সিয়ার্স। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচে তার উইকেট ৫৮টি।