আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার আইসিসির কোনো সহযোগী সদস্য দেশের কাছে হেরে গেল নিউ জিল্যান্ড।
Published : 20 Aug 2023, 11:49 AM
নিউ জিল্যান্ডের সুদীর্ঘ ক্রিকেট ইতিহাসে একটি জায়গা ছিল অক্ষত। সেখানে এবার কালির দাগ লেগে গেল সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার আইসিসির কোনো সহযোগী দেশের কাছে হারের তেতো স্বাদ পেল তারা। অধিনায়ক টিম সাউদি এই পরাজয়কে অবশ্য ক্রীড়াসুলভ দৃষ্টিভঙ্গি থেকেই দেখছেন। জয়ের পূর্ণ কৃতিত্বও দিচ্ছেন তিনি প্রতিপক্ষকে।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দেয় আমিরাত। দুবাইয়ে শনিবার নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা কিউইদের আটকে রাখে ১৪২ রানে। এরপর দুর্দান্ত রান তাড়ায় জিতে যায় ২৬ বল বাকি রেখেই।
যদিও নিউ জিল্যান্ডের এটি দ্বিতীয় সারির দল। তার পরও কোনোভাবেই খাটো করার উপায় নেই আমিরাতের কৃতিত্ব। সিরিজের প্রথম ম্যাচেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল তারা। এবার তো জিতে গেল প্রবল দাপটেই।
ম্যাচের পর কিউই অধিনায়ক সাউদি অকপটে বললেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই শ্রেয়তর দল হিসেবে ম্যাচ জিতে নিয়েছেন আমিরাত।
“এটিই খেলার সৌন্দর্য। সংযুক্ত আরব আমিরাতকে জয়ের কৃতিত্ব দিতে হবে অনেকটুকুই। তিন বিভাগেই তারা স্রেফ আমাদেরকে উড়িয়ে দিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটই এমন। দিনটি যদি নিজেদের না হয়, তাহলে যে কোনো কিছুই হতে পারে।”
প্রথম ম্যাচে ১৫৫ রানের পুঁজি নিয়ে হারতে বসেছিল নিউ জিল্যান্ড। এক পর্যায়ে আমিরাতের প্রয়োজন ছিল ৫ উইকেট হাতে নিয়ে ৩৬ বলে ৪৭ রান। তখন ৪১ বলে ৬০ রান নিয়ে ক্রিজে ছিলেন আরিয়ানশ শর্মা। কিন্তু অভিজ্ঞতার অভাবে পরের সময়টায় মুখ থুবড়ে পড়ে ১৯ রানে হেরে যায় তারা। ৫ উইকেট নিয়ে নিউ জিল্যান্ড জিতিয়ে দেন সাউদি।
তবে সাউদির মতে, ওই ম্যাচের ভুলগুলি থেকে শিক্ষা নিতে না পারাতেই এবার হারতে হলো।
“আগের ম্যাচের ভুলগুলি থেকে সম্ভবত আমরা শিখতে পারিনি। সেদিন যে ভুলগুলি করেছি, আজকেও প্রায় একইরকম কিছু ভুল করছি এবং সেসবের খেসারত দিতে হয়েছে।”
“সিরিজ নির্ধারণী ম্যাচে তিন বিভাগেই আরও ভালো করতে হবে আমাদের, আবার মাঠে নেমে চেষ্টা করতে হবে সিরিজ জয়ের।”
আরব আমিরাতের রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দেন মোহাম্মদ ওয়াসিম। ওপেনিংয়ে ২৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক। পরে ২৯ বলে ৪৮ রানের ইনিংসে কাজ শেষ করে আসিফ খান।
এই জয়টি ওয়াসিম উৎসর্গ করেন তার সদ্যোজাত ছেলেকে।
“নিজের পারফরম্যান্স ও দলের খেলায় আমি খুবই খুশি। আমার সবসময় এটাই চাওয়া থাকে, যেদিন আসরা জিতব, সেদিন যেন দাপটে জিততে পারি এবং আমি যেন বড় অবদান রাখতে পারি। এই জয় আমি উৎসর্গ করতে চাই সদ্য পৃথিবীতে আসা আমার ছেলেকে।”
সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে রোববারই।