আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় বালবার্নির শাস্তি

ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে আয়ারল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2024, 01:42 PM
Updated : 18 March 2024, 01:42 PM

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন অ্যান্ড্রু বালবার্নি। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে আয়ারল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। 

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানায়। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার রান তাড়ায় আয়ারল্যান্ডের ইনিংসের পঞ্চদশ ওভারের ঘটনা এটি। নানগেয়ালিয়া খারোটের করা ওভারের শেষ বলে প্যাডেল সুইপ করেন বালবার্নি। কিন্তু ব্যাটে বলে করতে পারেননি তিনি। 

আফগান ক্রিকেটারদের আবেদনে এলবিডব্লিউ দেন আম্পায়ার। সিদ্ধান্তটি মানতে পারেননি আইরিশ ওপেনার। আম্পায়ারকে আঙুল তুলতে দেখে অবাক হয়ে যান তিনি। ইশারা দিয়ে দেখান বল প্যাডে আঘাত করার আগে তার গ্লাভসে লেগেছে। 

আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করা আচরণবিধি ভাঙার শামিল। ম্যাচ রেফারি ডেভিড বুনের দেওয়ার শাস্তি মেনে নেন বালবার্নি। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। 

১৫৩ রানের লক্ষ্য তাড়ায় বালবার্লি ৪৪ বলে ৪৫ রান করেন। ২ ছক্কা ও ৩ চার মারেন তিনি। তবে, ১০ রানে ম্যাচ হেরে যায় আয়ারল্যান্ড। 

তিন ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী ম্যাচে সোমবার মুখোমুখি হবে দুই দল।