দ্বিতীয় দিন শেষে রান পাহাড় গড়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
Published : 26 Oct 2023, 08:16 PM
শ্রীলঙ্কায় চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনেও চলেছে বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটিংয়ের দাপট। আইচ মোল্লার সেঞ্চুরি ও শাহাদাত হোসেনের নব্বই ছোঁয়া ইনিংসে রান পাহাড় গড়েছে মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বাধীন দল।
ডাম্বুলায় দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৪৭২ রান। এদিন খেলা হওয়া ৭৭ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান যোগ করেছে তারা।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে ১৪৭ রান করেছেন আইচ। স্রেফ ৭ রানের জন্য সেঞ্চুরি ছুঁতে পারেননি শাহাদাত। ফিফটির দুয়ারে দাঁড়িয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন প্রীতম কুমার।
বৃহস্পতিবার দিনের ষষ্ঠ ওভারে ফেরেন ৬০ রান করা জয়। তার বিদায়ে ভাঙে আইচের সঙ্গে গড়া ১২০ রানের দ্বিতীয় উইকেট জুটি।
পরে আইচ ও শাহাদাত মিলে যোগ করেন ১৫০ রান। ক্যারিয়ারের সপ্তম ম্যাচে এসে প্রথম তিন অঙ্কের স্বাদ পেলেন আইচ। দলকে সাড়ে তিনশর দুয়ারে রেখে ফেরেন শাহাদাত। ১৫৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৯৩ রান করেন তিনি।
এর কিছুক্ষণ পরে ড্রেসিং রুমের পথ ধরেন আইচও। ২৯৯ বলের ইনিংসে ১৯টি চার মারেন ২০ বছর বয়সী ওপেনার।
দিনের শেষ ভাগে একপ্রান্ত আগলে রাখেন প্রীতম। ৪ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৪৪ রানে অপরাজিত কিপার-ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: (আগের দিন ১৬৭/১) ১২৩ ওভারে ৪৭২/৭ (আইচ ১৪৭, জয় ৬৬, শাহাদাত ৯৩, মামুন ২৬, প্রিতম ৪৪*, শরীফ ১০, মুরাদ ২১, রিপন ০*; মালিঙ্গা ২৫-১-৯৭-৩, প্রেমারাত্নে ২৩-৩-৮৪-২, উইজেসিংহে ২১-৪-৭৩-০, সেনারাত্নে ২৬-২-১২৪-১, দুলশান ২৫-৩-৭২-১, দিনুশা ৩-০-১১-০)