নিউ জিল্যান্ডের বিপক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক বিস্ফোরক এই ওপেনার।
Published : 04 Nov 2023, 07:40 PM
৪০২ রানের লক্ষ্যে দ্বিতীয় ওভারেই ভাঙল শুরুর জুটি। সেখান থেকে পাকিস্তানকে উদ্ধার করে জয়ের বন্দরে নিয়ে গেলেন ফাখার জামান। ঝকঝকে এক সেঞ্চুরিতে টিকিয়ে রাখলেন পাকিস্তানের সেমি-ফাইনালের আশা। একই সঙ্গে ফের জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
বেঙ্গালুরুতে শনিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২১ রানে জিতেছে পাকিস্তান। রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪০১ রানের বড় সংগ্রহ গড়ে নিউ জিল্যান্ড।
ম্যাচে বৃষ্টি হানা দেয় দুবার। পাকিস্তান ইনিংসের ২১.৩ ওভারে বৃষ্টি নামলে দলটি পায় ৪১ ওভারে ৩৪২ রানের লক্ষ্য। কিন্তু ২৫.৩ ওভারে আবার বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় পাকিস্তানের রান ছিল ১ উইকেটে ২০০।
৮১ বলে ৮টি চার ও ১১টি ছক্কায় ১২৬ রানে অপরাজিত ছিলেন ফাখার। তার সঙ্গে ১৯৪ রানের জুটি উপহার দেওয়া অধিনায়ক বাবর আজম ৬৩ বলে করেন ৬৬ রান।
এক-দুই নিয়ে খুব একটা ভাবেননি ফাখার। রান বাড়িয়েছেন একের পর এক বাউন্ডারিতে। চার-ছক্কা থেকেই এসেছে তার ৯৮ রান।
৩৯ বলে স্পর্শ করেন ফিফটি। রানের গতি বাড়িয়ে ৬৩ বলে যান তিন অঙ্কে, পরের পঞ্চাশ আসে কেবল ২৪ বলে। এরপরও খেলেন একই তালে। ম্যাচ সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী তেমন কেউ ছিলেন না।
একাদশে ফেরার পর সময়টা দারুণ কাটছে ফাখারের। আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১২ রান করার পর টানা পাঁচ ম্যাচ বাইরে ছিলেন তিনি। ফেরার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮১ রান করে জেতেন ম্যাচ সেরার পুরস্কার, বিশ্বকাপে প্রথম।
দ্বিতীয়টির জন্য একদমই তার অপেক্ষা করতে হল না। ওয়ানডেতে সব মিলিয়ে নবমবার পেলেন সেরার স্বীকৃতি।