বিশ্বকাপ শেষ করে আর ভারতে থাকবেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ছুটি কাটাতে ফিরবেন দেশে। তার অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আন্দ্রে বোরোভেচ।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে ৪৫ বছর বয়সী এই কোচকে দায়িত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। সহকারী কোচের দায়িত্ব পালন করা বোরোভেচ এবারই প্রথম জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে এরই মধ্যে একাদশের পাঁচ নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। এবার নিয়মিত প্রধান কোচ ম্যাকডোনাল্ডও একই কারণে থাকছেন না এই সিরিজে। ম্যাথু ওয়েডের নেতৃত্বে খেলবে তারা।
গত অগাস্টে দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে ছিলেন ম্যাকডোনাল্ড। সেবার তার জায়গায় দায়িত্ব পালন করেন আরেক সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো। প্রায় এক বছর ধরে ব্যস্ত সময় কাটানো ভেনুতোকেও এবার ছুটি দেওয়া হয়েছে।
কখনও প্রথম শ্রেণির ক্রিকেট না খেলা বোরোভেচ ২০২১ সাল থেকে রয়েছেন অস্ট্রেলিয়া দলের সঙ্গে। ভিক্টোরিয়ান গ্রেড ক্রিকেটে গিলংয়ের হয় প্রায় ২৩ বছরে ৩৩০টি ম্যাচ খেলেছেন তিনি। এই ক্লাবের হয়েই শুরু করেছিলেন কোচিং ক্যারিয়ার।
ক্যারিয়ারের শেষ দিকে বোরোভেচের কোচিংয়ে ক্লাব ক্রিকেট খেলেছেন ম্যাকডোনাল্ডও। পরে ২০১৮-১৯ মৌসুমের বিগ ব্যাশে ম্যাকডোনাল্ডের নিজ হাতে সাজানো মেলবোর্ন রেনেগেডসের কোচিং প্যানেলে যোগ দেন বোরোভেচ।
২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে প্রথমবার অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান বোরোভেচ। পরের বছর পাকিস্তান সফরেও তাকে সঙ্গে নেয় অস্ট্রেলিয়া। ওই বছরের মে মাসে ম্যাকডোনাল্ড প্রধান কোচ হলে স্থায়ীভাবে সহকারী দায়িত্ব পান বোরোভেচ।
এরপর থেকে জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দলের সঙ্গেও নিয়মিত কাজ করছেন তিনি। এবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার সহকারী হিসেবে কাজ করবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ডেভেলপমেন্ট প্রধান লাচলান স্টিভেন্স।
ভিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ নভেম্বর। ত্রিভ্যান্ড্রাম, গুয়াহাটি, নাগপুর ও বেঙ্গালুরতে পরের চার ম্যাচ যথাক্রমে ২৬, ২৮ নভেম্বর ও ১, ৩ ডিসেম্বর।