পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিবি।
Published : 30 Oct 2023, 12:03 PM
ঢাকা নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সুমাইয়া আক্তার। লিগে ‘রান বন্যা’ বইয়ে দিয়ে তিনি ডাক পেলেন জাতীয় দলে। একই আসরে দারুণ বোলিং করা নিশিতা আক্তার টি-টোয়েন্টির পর সুযোগ পেলেন ওয়ানডেতেও।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৬ জনের দল ঘোষণা করেছে। স্কোয়াডে নতুন মুখ ১৫ বছর বয়সী নিশিতা ও ১৮ বছর বয়সী সুমাইয়া।
ভারতের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন লতা মণ্ডল। মূল দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে আছেন সালমা খাতুন ও শারমিন আক্তার। টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া শরিফা খাতুনও আছেন অপেক্ষমাণ তালিকায়।
গত মে মাসে প্রিমিয়ার লিগে বিকেএসপির হয়ে ৭ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৭০.১৭ গড়ে ৪২১ রান করেন সুমাইয়া। তিনিই ছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ১৮ বছর বয়সী ব্যাটারের। শুরুতে অবশ্য স্কোয়াডে ছিলেন না তিনি। অনুশীলনে সুলতানা খাতুন হাতে চোট পেলে সুযোগ পান সুমাইয়া।
হাতের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি সুলতানা। সিরিজ শুরুর কিছু দিন বাকি থাকায় সুস্থ হয়ে ওঠার সাপেক্ষে তাকে দলে রেখেছেন নির্বাচকরা।
সবশেষ প্রিমিয়ার লিগে বিকেএসপির হয়ে ৭ ইনিংসে ওভারপ্রতি স্রেফ ২.৯৭ রান খরচায় ১৪ উইকেট নেন সুমাইয়ার সতীর্থ নিশিতা। কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ১০ ওভারে ৬ মেডেনসহ স্রেফ ৫ রানে ৪ উইকেট এই অফ স্পিনারের সেরা বোলিং।
ভারতের বিপক্ষে সবশেষ সিরিজের দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়ে প্রথমবারে ৯ রানে আউট হন লতা। পরে দ্বিতীয়টিতে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি অভিজ্ঞ অলরাউন্ডার। এবার বাদ পড়লেন দল থেকে।
ওই সিরিজে কোনো ম্যাচে নামানো হয়নি সালমাকে। গত ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরের পর আর ওয়ানডে খেলেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক। এবার মূল দলের বাইরে স্ট্যান্ডবাইয়ে পাঠানো হলো তাকে।
১-১ ড্র করা সিরিজে শারমিন দুই ম্যাচে সুযোগ পেয়ে ১৮ বলে ০ ও ৯ বলে করেন ২ রান। তিনিও জায়গা হারালেন মূল দল থেকে। স্ট্যান্ডবাইয়ে থাকা শরিফা টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে ৭ ওভার বোলিং করে থাকেন উইকেটশূন্য। ব্যাট হাতে করেন ১৯ রান।
চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে জেতার পর ওয়ানডে খেলতে ঢাকায় আসছে বাংলাদেশ। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ নভেম্বর। সবগুলো ম্যাচ শুরু সকাল ৯টায়।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, সুলতানা খাতুন (ফিটনেসের ওপর নির্ভরশীল)
স্ট্যান্ডবাই: সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন আক্তার
নতুন মুখ: সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার
বাদ পড়লেন: লতা মণ্ডল, সালমা খাতুন, শারমিন আক্তার