বাংলাদেশের ‘এক্স ফ্যাক্টর’ দেখা যাবে ‘সময় হলেই’

বাংলাদেশ সম্ভবত এই বিশ্বকাপের একমাত্র দল, যাদের স্কোয়াডে তেমন কোনো ‘এক্স ফ্যাক্টর’ চোখে পড়ে না। কোর্টনি ওয়ালশ বললেন, চোখে পড়বে কিভাবে, বাংলাদেশের এক্স ফ্যাক্টর তো গোপন অস্ত্র, দেখা মিলবে কেবল সময় হলেই!

ক্রীড়া প্রতিবেদক লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2019, 02:52 PM
Updated : 1 June 2019, 09:42 AM

‘এক্স ফ্যাক্টর’ প্রসঙ্গের উত্থাপন জফরা আর্চারের পারফরম্যান্স থেকে। একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন বা চমক জাগানিয়া কিছুতে গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য, এমন ক্রিকেটার। শুরুতে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও পরে ‘এক্স ফ্যাক্টর’ বিবেচনায় দলে নেওয়া হয় আর্চারকে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই আর্চার প্রমাণ করেছেন তাকে নিয়ে বাজির স্বার্থকতা। আগুন ঝরানো স্পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলকে এগিয়ে নিয়েছেন জয়ের পথে।

ওয়েস্ট ইন্ডিজে যেমন আছেন আন্দ্রে রাসেল, ভারতের কুলদীপ যাদব বা হার্দিক পান্ডিয়া, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, নিউ জিল্যান্ডের জিমি নিশাম, প্রায় সব দলেই আছেন এমন কেউ কেউ, যারা গুরুত্বপূর্ণ সময়ে বদলে দিতে পারেন ম্যাচের চিত্র।

বাংলাদেশ দলে এমনিতে নেই তেমন কেউ। দলীয় পারফরম্যান্সই গত কয়েক বছরে বাংলাদেশের সাফল্যের মন্ত্র। কিন্তু ‘এক্স ফ্যাক্টর’ নিয়ে যখন এত চর্চা, বাংলাদেশ কি ভাবছে তেমন কাউকে?

শুক্রবার ওভালে সংবাদ সম্মেলনে বোলিং কোচ ওয়ালশ কৌতূহল আরও বাড়িয়ে দিলেন উত্তর গোপন রেখে।

“(এক্স ফ্যাক্টর)...সেটা তো আমাদের গোপন অস্ত্র! আমরা চাই না প্রতিপক্ষ সেটা জেনে যাক ও তাকে টার্গেট করা শুরু করুক। আমাদের দলে বেশ কজন আছে, খেলা ঘুরিয়ে দিতে পারেন। নির্দিষ্ট দিনে, কন্ডিশন বুঝে আমরা দেখিয়ে দেব।”