বিশ্রামে মাশরাফি-সাইফ, বোলিং করেছেন মুস্তাফিজ
লন্ডন থেকে আরিফুল ইসলাম রনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2019 07:39 PM BdST Updated: 01 Jun 2019 03:41 PM BdST
সতীর্থদের অনেকে যখন ব্যস্ত অনুশীলনে, মোহাম্মদ সাইফ উদ্দিন তখন মাঠে মৃদু পায়ে হাঁটছিলেন ফিজিওর সঙ্গে। হয়তো চেষ্টা চলছিল পিঠের আড়ষ্টতা কাটানোর। বল হাতে নেননি মাশরাফি বিন মুর্তজাও। অনুশীলনের প্রায় পুরো সময়টুকুই বাংলাদেশ অধিনায়ককে দেখা গেল নির্বাচক হাবিবুল বাশার ও ম্যানেজার খালেদ মাহমুদের সঙ্গে মাঠের মাঝখানে দাঁড়িয়ে কথা বলতে। তবে স্বস্তির খবর, বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান।
তিনজনই বাংলাদেশের প্রথম পছন্দের তিন পেসার। চোট গুরুতর নয় কারও। তবে বোলিং শুরু না করা পর্যন্ত অস্বস্তির রেশ থাকছেই। বিশ্বকাপের প্রথম ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে দল খানিকটা হলেও ভাবনায় তিন পেসারের চোট নিয়ে।

শুক্রবার ওভালে দলের অনুশীলনে মাঠে এলেও বোলিং থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল মাশরাফি ও সাইফকে। মুস্তাফিজের জন্য পরামর্শ ছিল সতর্ক থেকে বোলিং করে নিজের অবস্থা বোঝা।
দলের অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এসে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানালেন, শনিবার অনুশীলনের পর পেসারদের অবস্থা বুঝে ব্যবস্থা নেবে দল।
“টুকটাক চোট আছে ওদের। তবে একটা ভালো ব্যাপার হলো, সময় আছে আমাদের হাতে। আজ ও আগামীকাল ওদের অবস্থা পর্যেবক্ষণ করা যাবে। গত ম্যাচে খেলতে নেমে সাইফের পিঠে জড়তা এসেছে। আজকে ওর পুরো বিশ্রাম। কালকে আবার ওর অবস্থা দেখে ফিজিওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।”

এই দফায় অধিনায়কত্ব পাওয়ায় পর গত সাড়ে চার বছরে চোটের কারণে কোনো ম্যাচ বাইরে থাকেননি মাশরাফি। হ্যামস্ট্রিংয়ে খুব উন্নতি না হলেও যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন, বলে দেওয়া যায় একরকম নিশ্চিত করে। মুস্তাফিজের অগ্রগতিও আশাপ্রদ। সাইফকে নিয়েই মূল দুর্ভাবনা। হাঁটা ছাড়াও মাঠে ফিজিওর সঙ্গে বেশ কিছুক্ষণ কাজ করতে দেখা গেছে এই অলরাউন্ডারকে। আপাতত তার জন্যই এখন অপেক্ষা দলের।
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ফেব্রুয়ারির সেরা মেসি