বিশ্বকাপ জুড়ে দারুণ পারফরম্যান্স কেন উইলিয়ামসন ও বেন স্টোকসকে এনে দিয়েছে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট।
Published : 15 Jul 2019, 08:54 PM
বিশ্বকাপের ‘ম্যান অব দা টুর্নামেন্ট’ নিউ জিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে রয়েছেন ৬ নম্বরে। ভারতের বিপক্ষে সেমি-ফাইনালের পর তার রেটিং পয়েন্ট ছিল ক্যারিয়ার সেরা ৭৯৯। ফাইনালের পর কমে হয়েছে ৭৯৬। ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছেন নিউ জিল্যান্ডের আরেক ব্যাটিং ভরসা রস টেইলর।
ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা স্টোকস পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২০ নম্বরে। ফাইনালের পর বাঁহাতি এই ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৬৯৪।
বোলারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৭৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। পাঁচ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরি।
সবে ক্যারিয়ার শুরু করা ইংলিশ পেসার জফরা আর্চার ৫৭৯ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ২৯ নম্বরে।
৪০৬ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ক্যারিয়ার সেরা ৩১৯ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন ইংলিশ অলরাউন্ডার স্টোকস।