নিউ জিল্যান্ডের বোলারদের দারুণ বোলিংয়ে ১৭১ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।
Published : 09 Nov 2023, 05:19 PM
নতুন বলে একই ওভারে চার বলের মধ্যে কুসাল মেন্ডিস ও সাদিরা সামারাউক্রামাকে বিদায় করে দিলেন ট্রেন্ট বোল্ট। স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। নিউ জিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করলেন ৬০০ উইকেট।
বেঙ্গালুরুতে বৃহস্পতিবার বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭১ রানে গুটিয়ে দেওয়ার পথে ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বোল্ট।
তিন সংস্করণ মিলিয়ে ৩৪ বছর বয়সী পেসারের উইকেট এখন ৬০১টি। যার মধ্যে টেস্টে ৩১৭, ওয়ানডেতে ২১০ ও টি-টোয়েন্টিতে শিকার ৭৪টি।
বোল্টের ওপরে থাকা দুজনের মধ্যে সাবেক স্পিনার ড্যানিয়েল ভেটোরির আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৫টি, শ্রীলঙ্কার বিপক্ষে একটি উইকেট নেওয়া টিম সাউদির ৭৩২টি।
মেন্ডিসের উইকেটটি নিয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করেন বোল্ট। বিশ্বকাপে এটি তার ৫০তম উইকেট। নিউ জিল্যান্ডের প্রথম আর সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে মাইলফলকটি ছুঁলেন তিনি।
মিতব্যয়ী বোলিংয়ে ১০ ওভারে স্রেফ ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে একটি অর্জন ধরা দিয়েছে মিচেল স্যান্টনারের হাতেও। চলতি আসরে বাঁহাতি এই স্পিনারের উইকেট হলো ১৬টি, বিশ্বকাপের এক আসরে নিউ জিল্যান্ডের স্পিনার হিসেবে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০০৭ আসরে ১৬ উইকেট নিয়েছিলেন ভেটোরিও।
এম চিন্নাস্বামি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২৮ রানেই ৯ উইকেট হারানো শ্রীলঙ্কা শেষ জুটির নৈপুণ্যে ১৭১ পর্যন্ত যেতে পারে।
শূন্য রানে জীবন পেয়ে ২৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন কুসাল পেরেরা। ফিফটি স্পর্শ করেন তিনি ২২ বলে, বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে যা দ্বিতীয় দ্রুততম। ২০১৫ আসরে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
৯১ বলে অপরাজিত ৩৯ রানের মন্থর ইনিংস খেলেন মাহিশ থিকশানা। দশম উইকেট জুটিতে দিলশান মাদুশঙ্কার সঙ্গে তিনি যোগ করেন ৪৩ রান।
প্রথম রাউন্ডে দুই দলেরই এটি শেষ ম্যাচ। জিতলে সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে যাবে নিউ জিল্যান্ড। শ্রীলঙ্কা হারলে সেরা আটে থেকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বলতে গেলে প্রায় শেষ হয়ে যাবে তাদের।
অন্যদিকে, আটের মধ্যে থাকার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের।