আফগানিস্তানের ব্যাটসম্যানদের কাছে বিশ্বকাপে সেঞ্চুরি চান প্রধান কোচ জোনাথন ট্রট।
Published : 31 Oct 2023, 12:20 PM
চলতি বিশ্বকাপে রীতিমতো উড়ছে আফগানিস্তান। আগের দুই আসরে মিলে স্রেফ এক জয় পাওয়া দল এবার এরই মধ্যে জিতেছে তিন ম্যাচ, হারিয়েছে বিশ্বকাপ জেতা তিন দলকে। সম্মিলিত অবদানে এই সাফল্যের পর এবার ব্যক্তিগত অর্জনের দিকেও নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন প্রধান কোচ জোনাথন ট্রট।
টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারের পর ভারতের বিপক্ষেও লড়াই জমাতে পারেনি আফগানিস্তান। তারাই সবশেষ চার ম্যাচে জিতেছে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে। মাঝে নিউ জিল্যান্ডের কাছে শুধু হেরেছে হাশমাতউল্লাহ শাহিদির নেতৃত্বাধীন দলটি।
পুনেতে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচে পঞ্চাশ ছুঁয়েছেন রেহমাত শাহ, শাহিদি, আজমাতউল্লাহ ওমারজাই। এর আগে পাকিস্তানের বিপক্ষে ২৮২ রান তাড়ার ম্যাচে রেহমাতের পাশাপাশি ফিফটির দেখা পান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান।
ইংল্যান্ডকে হারানোর ম্যাচে গুরবাজের সঙ্গে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন ইকরাম আলি খিল। ভারতের কাছে হেরে যাওয়া ম্যাচেও ফিফটি করেন অধিনায়ক শাহিদি।
সব মিলিয়ে চলতি আসরে আফগান ব্যাটসম্যানরা পঞ্চাশ পেরিয়েছেন দশ বার। কিন্তু একবারও সেটি রূপ নেয়নি সেঞ্চুরিতে। পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম। এছাড়া ৮০ ছুঁতে পেরেছেন শুধু গুরবাজ, শাহিদি।
শুধু এবার নয়, গত দুই আসরেও তিন অঙ্ক ছুঁতে পারেননি আফগানিস্তানের কোনো ব্যাটসম্যান। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংসটি খেলেন সামিউল্লাহ শিনওয়ারি।
তাই এবার দলগতভাবে দারুণ অর্জনের বিশ্বকাপে ব্যক্তিগত শতরানও দেখতে চান ট্রট। শ্রীলঙ্কাকে হারানোর পর সংবাদ সম্মেলনে আফগান প্রধান কোচের আশা, পরের ম্যাচেই হয়তো সেঞ্চুরি করবে তার দলের কোনো ব্যাটসম্যান।
“এখন পর্যন্ত কেউ ১০০ করতে পারেনি। তো এটিই পরবর্তী চ্যালেঞ্জ। কেউ দায়িত্ব গ্রহণ করে লম্বা সময় ব্যাটিং করবে এবং নিশ্চিত করবে যে আমরা সেঞ্চুরি পেয়ে যাই। আমরা এই টুর্নামেন্টে অনেক সেঞ্চুরি দেখেছি। এটিই আমাদের পরবর্তী লক্ষ্য, গন্তব্য।”
“সম্প্রতি গুরবাজ কিছু সেঞ্চুরি করেছে এবং ইব্রাহিমও। এখন বিষয়টা হলো মিডল অর্ডার, ৩-৪-৫-৬ নম্বর ব্যাটসম্যানদেরও সেঞ্চুরি করা। তো এটি পরবর্তী চ্যালেঞ্জ। আমার কোনো সন্দেহ নেই, ছেলেরা ভবিষ্যতে এটি করবে। আশা করি, পরের ম্যাচ থেকেই শুরু হবে।”