খুনে ইনিংসে সেরা ডি কক

বাংলাদেশের বিপক্ষে ১৭৪ রানের ইনিংস খেলে বিশ্বকাপে দ্বিতীয়বার ম্যাচ সেরা হলেন কুইন্টন ডি কক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 05:25 PM
Updated : 24 Oct 2023, 05:25 PM

শুরুতে রয়েসয়ে, পরে বিধ্বংসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে বিশাল পুঁজি এনে দেন কুইন্টন ডি কক। বিপরীতে জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি বাংলাদেশ। দলের সহজ জয়ে ডি ককের প্রাপ্তির খাতায় যোগ হলো আরও এক স্বীকৃতি। 

মুম্বাইয়ে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের ১৪৯ রানের জয়ে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ডি ককের হাতে। ১৪০ বলের ইনিংসে ১৫ চারের সঙ্গে ৭টি ছক্কা মেরেছেন বাঁহাতি ওপেনার। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে রয়েসয়ে শুরু করেন ডি কক। ৪৭ বলে পঞ্চাশ ছোঁয়ার পর তিন অঙ্কে যেতে খেলেন আরও ৫৪ বল। এরপর খাপছাড়া তলোয়ারে রূপ নেয় তার ব্যাট। পরের ৩৯ বলে করেন আরও ৭৪ রান। 

ডি-ককের দেড়শ ছাড়ানো ইনিংসেই ৩৮২ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। পরে মাহমুদউল্লাহর সেঞ্চুরির পরও বাংলাদেশ গুটিয়ে যায় ২৩৩ রানে। 

চলতি বিশ্বকাপে ডি ককের তৃতীয় সেঞ্চুরি এটি। বিশ্বকাপের এক আসরে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি। ২০১১ সালে এবি ডি ভিলিয়ার্স করেছিলেন দুইটি সেঞ্চুরি।  

এই ইনিংসের সৌজন্যে বিশ্বকাপে দ্বিতীয়বার ম্যাচ সেরার স্বীকৃতি পেলেন ডি কক। চলতি আসরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৯ রানের পর পুরস্কারটি তিনি প্রথমবার পান। সব মিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ১৯ বার পেলেন এই স্বীকৃতি।