ব্যাটিংয়ে রাঙানো বিশ্বকাপে এবার কিপিংয়ে ডি ককের রেকর্ড

প্রথম ইনিংসেই বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 01:07 PM
Updated : 10 Nov 2023, 01:07 PM

জেরাল্ড কুটসিয়ার লেগ স্টাম্পে করা শর্ট লেংথ ডেলিভারি পুল করতে গিয়ে গ্লাভসে লেগে কট বিহাইন্ড হলেন ইব্রাহিম জাদরান। একই বোলারের অফ স্টাম্পে করা একই লেংথের বলে প্রায় একইভাবে উইকেটের পেছনে ক্যাচ দিলে নুর আহমাদ। মাঝে কুইন্টন ডি কক ধরলেন আরও ৪টি ক্যাচ, গড়লেন বিশ্বকাপের দারুণ এক রেকর্ড। 

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই ডি কক ঘোষণা দিয়েছেন, এই টুর্নামেন্টের পর বিদায় জানাবেন ওয়ানডে ক্রিকেটকে। এরপর ব্যাট হাতে নিজের শেষটা রাঙানোর অভিযানে একের পর এক দুর্দান্ত খেলেছেন প্রোটিয়া কিপার-ব্যাটসম্যান। আর প্রথম পর্বের শেষ ম্যাচে তিনি গড়েছেন এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড। 

ইব্রাহিমকে দিয়ে শুরুর পর হাশমাতউল্লাহ শাহিদি, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, রশিদ খান ও নুরের ক্যাচ নেন ডি কক। বিশ্বকাপের এক ম্যাচে এটিই সর্বোচ্চ ক্যাচের রেকর্ড।  

ডি ককের আগে ম্যাচে ৬টি ক্যাচ নিয়েছেন দুজন কিপার। ২০০৩ সালে নামিবিয়ার বিপক্ষে অ্যাডাম গিলক্রিস্ট, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সারফারাজ আহমেদ উইকেটের পেছনে নেন ৬ ক্যাচ। 

বিশ্বকাপ ছাড়া ওয়ানডেতেও এক ম্যাচে ৬ ক্যাচই সর্বোচ্চ। সবচেয়ে বেশি ছয়বার এই কীর্তি গড়েন গিলক্রিস্ট। ডি কক এর আগে ২০১৪ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে নেন ৬টি ক্যাচ।  

ডি ককের রেকর্ডের ম্যাচে প্রথম ইনিংসেই শেষ হয়ে গেছে আফগানিস্তানের সেমি-ফাইনাল খেলার সকল গাণিতিক সম্ভাবনা। আজমতউল্লাহ ওমারজাইয়ের ৯৭ রানের অপরাজিত ইনিংসের পরও তারা গুটিয়ে গেছে ২৪৪ রানে।  

বিশ্বকাপের সেরা চারে থাকার জন্য ৪৩৫ রানের বেশি ব্যবধানে জিততে হতো আফগানদের। কিন্তু আড়াইশর আগেই গুটিয়ে যাওয়ায় আর কোনো সুযোগ বাকি নেই তাদের।