ভারতের মাঠে বাঁহাতি অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর টপ-অর্ডার ব্যাটিং অলরাউন্ডার হিসেবে যেন পুনর্জন্মই হয়েছে। সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিংয়ে আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার পেয়েছেন কিউই তরুণ।
গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম শুক্রবার ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। নারী ক্রিকেটে দ্বিতীয়বার এই স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস।
বিশ্বকাপ দিয়ে প্রথমবার টপ-অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পান রবীন্দ্র। এর পূর্ণ ব্যবহার করে পুরো মাসে দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের জাসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে পেছনে ফেললেন তিনি।
অক্টোবরে খেলা ছয় ম্যাচে ৮১.২০ গড়ে রবীন্দ্র করেন ৪০৬ রান সঙ্গে নেন ৩ উইকেট। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১১৬ রান। এই পারফরম্যান্সে প্রথমবার তিনি পেলেন মাস সেরার পুরস্কার।
নারীদের পুরস্কারে বাংলাদেশের নাহিদা আক্তার ও নিউ জিল্যান্ডের এমিলিয়া কারকে পেছনে ফেলেছেন ম্যাথিউস। গত মাসে অস্ট্রেলিয়া সফর দুর্দান্ত খেলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। প্রথম টি-টোয়েন্টিতে ৯৯ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয়টিতে খেলেন ১৩২ রানের ম্যাচ জেতানো ইনিংস। শেষ ম্যাচেও তিনি করেন ৭৯ রান।
এর সঙ্গে বল হাতে দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে নেন ৩ উইকেট। পরে ওয়ানডে সিরিজের দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ২০ ও ২৩ রান। অলরাউন্ড নৈপুণ্যে পুরো মাস রাঙিয়ে ২০২১ সালের নভেম্বরের পর ফের মাস সেরার পুরস্কার জিতলেন ক্যারিবিয়ান অধিনায়ক।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।
সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।