বোলিং দল দুই ওভারের মাঝে সময় পাবে ৬০ সেকেন্ড।
Published : 21 Nov 2023, 07:18 PM
খেলার মাঝে গতি ধরে রাখতে নতুন পদক্ষেপ নিয়েছে আইসিসি। দেরিতে বোলিং করার জন্য রান জরিমানার বিধান করা হয়েছে।
বোলিং দলকে দুই ওভারের মাঝে ৬০ সেকেন্ড সময় দেওয়া হবে। অর্থাৎ এক মিনিটের মধ্যে নতুন ওভার শুরু করতে হবে। এক ইনিংসে তিনবার তা করতে ব্যর্থ হলে ব্যাটিং দলের স্কোরবোর্ডে ৫ রান যোগ হবে।
আহমেদাবাদে মঙ্গলবার আইসিসি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ছেলেদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে এই ‘স্টপ ক্লক’ পদ্ধতি।
গত বছর ছেলে ও মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের জন্য ‘ইন-ম্যাচ পেনাল্টি’ চালু করেছিল আইসিসি। বর্তমানে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, এই দুই সংস্করণে নির্ধারিত সময়সীমার মধ্যে বোলিং শেষ করতে ব্যর্থ হলে ইনিংসের বাকি সময়ে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়। এ ছাড়া ম্যাচ ফির জরিমানা তো আছেই।