Published : 06 Sep 2022, 05:59 PM
কনুইয়ের চোট সেরে উঠেছে টেম্বা বাভুমার। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই নিয়মিত অধিনায়ককে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে এই স্বস্তির পাশাপাশি অস্বস্তির খবরও একটি আছে। চোটের কারণে অভিজ্ঞ ব্যাটসম্যান রাসি ফন ডার ডাসেন নেই তাদের বিশ্বকাপ দলে।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বৈশ্বিক আসরের জন্য মঙ্গলবার দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
গত জুনে ভারত সফরে চোট পান বাভুমা। দক্ষিণ আফ্রিকার চলমান ইংল্যান্ড সফরেও খেলতে পারছেন না তিনি। তবে এখন চোট কাটিয়ে উঠেছেন এই ব্যাটসম্যান। গত বৃহস্পতিবার থেকে মাঠেও ফিরেছেন তিনি। নামিবিয়া গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন লায়ন্সের হয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। সবগুলো ম্যাচেই বাভুমাকে পাওয়া যাবে বলে আশা দলের।
চোটের কারণে বিশ্বকাপ দলে বিবেচনায় আসেননি ফন ডাসেন। ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ফিল্ডিংয়ের সময় বাঁহাতের তর্জনী ভেঙে যায় তার। ওই চোট নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেন তিনি।
ওই ম্যাচ শেষে তাকে আঙুলের বিশেষজ্ঞ দেখাতে দক্ষিণ আফ্রিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সেরে উঠতে ৬ সপ্তাহের বেশি সময় লাগতে পারে।
ফন ডাসেনের অনুপস্থিতিতে দলে জায়গা হয়েছে রাইলি রুশোর। কোলপ্যাক চুক্তিতে যাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফেরেন গত জুনে।
ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা রিজা হেনড্রিকসও আছেন দলে। দেশের হয়ে সবশেষ ৬ টি-টোয়েন্টির পাঁচটিতে তিনি করেন টানা ফিফটি, একটিতে খেলেন ৪২ রানের ইনিংস।
এছাড়া ব্যাটিং বিভাগে আরও আছেন কুইন্টন ডি কক, ডেভিড মিলার, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন ও ২২ বছর বয়সী ট্রিস্টান স্টাবস। দুই পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস ও ওয়েইন পার্নেলকে দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা।
ভারত সফরের পর আয়ারল্যান্ড সফরেও খেলেছেন পার্নেল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ পাননি তিনি। প্রিটোরিয়াসও সবশেষ খেলেছেন আইরিশদের বিপক্ষে। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বেশ চাহিদা তার, দা হানড্রেড-এর পর এখন তিনি খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।
বিশেষজ্ঞ পেসার হিসেবে দলে রাখা হয়েছে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়াকে। স্পিনার হিসেবে আছেন কেশভ মহারাজা ও তাবরাইজ শামসি।
রিজার্ভ হিসেবে তিনজনকে রেখেছে দক্ষিণ আফ্রিকা- পেস বোলিং অলরাউন্ডার আন্দিলে ফেলুকওয়ায়ো, বাঁহাতি স্পিনার বিয়ন ফোরটান ও পেসার মার্কো ইয়ানসেন।
প্রাথমিক পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২৪ অক্টোবর শুরু দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান।
এর আগে ভারতের বিপক্ষে ২৮ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর খেলবে তারা তিনটি টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ৬, ৯ ও ১১ অক্টোবর।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও ওয়েইন পার্নেল।
রিজার্ভ: বিয়ন ফোরটান, মার্কো ইয়ানসেন, আন্দিলে ফেলুকওয়ায়ো