চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও রাহুলকে এশিয়া কাপের দলে নেওয়ার সিদ্ধান্ত পছন্দ হয়নি কৃষ্ণমাচারি শ্রীকান্তের।
Published : 24 Aug 2023, 12:06 PM
চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি লোকেশ রাহুল, তারপরও কেন তাকে ফেরানো হলে ভারতীয় দলে, তা বুঝে উঠতে পারছেন না কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ভারতের সাবেক ওপেনার ও সাবেক এই প্রধান নির্বাচকের দাবি, তার নির্বাচক কমিটি দায়িত্বে থাকার সময় এমন কিছু হতো না।
গত আইপিএলের শেষ দিকে ছিটকে যাওয়ার পর অস্ত্রোপচার করিয়ে দীর্ঘ পুনবার্সন শেষে এশিয়া কাপ দিয়ে ভারতীয় দলে ফেরেন রাহুল। তবে দল ঘোষণার সময়ই ভারতের প্রধান নির্বাচক আজিত আগারকার জানান, ছোটখাটো কিছু চোট সমস্যা এখনও আছে এই ব্যাটসম্যানের। এমনকি এশিয়া কাপের শুরুর দু-এক ম্যাচে তাকে নাও পাওয়া যেতে পারে।
মূলত বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তুলতেই রাহুলকে এশিয়া কাপে রাখা হয়েছে। তবে এই ভাবনার যৌক্তিকতা দেখেন না শ্রীকান্ত। ভারতের সাবেক প্রধান নির্বাচক নিজের ইউটিউব চ্যানেলে বললেন, তিনি দায়িত্বে থাকার সময় নির্বাচকদের দল গঠন করার প্রক্রিয়া ছিল ভিন্ন।
“বলা হচ্ছে যে রাহুলের কিছু ছোটখাটো সমস্যা আছে। যদি সেরকমই হয়, তাহলে তাকে দলে না নিলেই তো হয়! দল নির্বাচন করার সময় যদি কোনো ক্রিকেটার ফিট না থাকে, তাকে দলে নেওয়া উচিত নয়। আমাদের নীতি তো এরকমই ছিল। দল নির্বাচন করার দিন যদি কোনো ক্রিকেটার ফিট না থাকে, তাকে নেওয়া উচিত নয়।”
“বিশ্বকাপের জন্য যদি তাকে দলে নিতে হয়, তাহলে বিশ্বকাপ দলে নিলেই হতো। সেটা তো ভিন্ন ব্যাপার। এখন তারা বলছে, গোটা দুই ম্যাচ পরে হয়তো রাহুল খেলতে পারে। এ কারণেই রিজার্ভ হিসেবে সাঞ্জু স্যামসনকে নিয়ে যাওয়া হচ্ছে। এসব হচ্ছেটা কী…!”
দল ঘোষণার সময় অবশ্য প্রধান নির্বাচক আগারকার বলেছিলেন, খুব বড় শঙ্কার জায়গা নেই রাহুলকে নিয়ে।
“আমাদেরকে যা বলা হয়েছে, তাতে (রাহুলের) অবস্থা খুব একটা খারাপ নয়। বিশ্বকাপের আগে এখনও দেড় মাস আছে। আশা করি, এর আগে যথেষ্ট ক্রিকেট খেলার সুযোগ পাবে।”
এশিয়া কাপ ছাড়াও বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।