বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান ও নিউ জিল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি।
Published : 21 Apr 2023, 01:12 AM
চ্যাড বাওয়েস ও মার্ক চাপম্যানের দারুণ ফিফটিতে নিউ জিল্যান্ডের সংগ্রহ ছাড়াল দেড়শ। পাকিস্তান রান তাড়ার সুযোগই পেল না। বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়ে গেছে।
নিউ জিল্যান্ড ১৮.৫ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তোলার পর প্রচণ্ড শিলাবৃষ্টি শুরু হয় মাঠে। পরে আর খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি।
ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৩৮ বলে ৭ চার ও এক ছক্কায় ৫৪ রান করেন ওপেনার বাওয়েস। চাপম্যান অপরাজিত থাকেন ৪২ বলে ৭১ রান করে। যেখানে ১০টি চারের পাশে ছক্কা একটি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে টম ল্যাথামকে হারায় নিউ জিল্যান্ড। সফরকারী অধিনায়ককে ফেরানোর পর নিজের পরের ওভারে উইল ইয়াংকে বোল্ড করে দেন ইমাদ ওয়াসিম।
টিকতে পারেননি ড্যারিল মিচেল। সপ্তম ওভারে ৫৪ রানে ৩ উইকেট হারানোর পর ৫৪ রানের জুটিতে দলকে এগিয়ে নেন বাওয়েস ও চাপম্যান।
৩৩ বলে ফিফটির পর শাহিন শাহ আফ্রিদিকে ফিরতি ক্যাচ দেন বাওয়েস। চাপম্যান চতুর্থ ফিফটি পূর্ণ করেন ৩৪ বলে। রাচিন রবীন্দ্রর সঙ্গে আরেকটি পঞ্চাশোর্ধ (৫৬) জুটি গড়েন তিনি। রবীন্দ্রর বিদায়ের পরই বন্ধ হয়ে যায় খেলা।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। আগামী সোমবার একই মাঠে হবে শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ১৮.৫ ওভারে ১৬৪/৫ (ল্যাথাম ১৩, বাওয়েস ৫৪, ইয়াং ৬, মিচেল ৩, চাপম্যান ৭১*, রবীন্দ্র ৮; আফ্রিদি ৪-০-৪০-১, জামান ৩-০-৩২-০, ইমাদ ৪-০-১৯-৩, শাদাব ৩-০-২৫-০, রউফ ৩.৫-০-৩৫-১, ফাহিম ১-০-৯-০)
ফল: ম্যাচ পরিত্যক্ত
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ২-১-এ এগিয়ে পাকিস্তান