অল্প রানের ম্যাচে কিউইদের হারিয়ে সমতায় ভারত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০০ রানের লক্ষ্য তাড়ায় ১ বল বাকি থাকতে জিতেছে ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 05:32 PM
Updated : 29 Jan 2023, 05:32 PM

আগের ম্যাচের মতো প্রবল না হলেও উইকেটে টার্ন মিলল যথেষ্ট। ব্যাটসম্যানদের জন্য শট খেলা হলো কঠিন। পুরো বিশ ওভার খেলেও নিউ জিল্যান্ড ছাড়াতে পারল না একশ। পরে বল হাতে তারা লড়াই করল ভালোই। স্বভাব বিরুদ্ধ ব্যাটিংয়ে ব্যবধান গড়ে দিলেন সূর্যকুমার যাদব। সিরিজে সমতা ফেরাল ভারত।

লক্ষ্ণৌতে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে স্বাগতিকরা। ১০০ রানের লক্ষ্য পেরিয়ে গেছে ১ বল বাকি থাকতে।

আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত সূর্যকুমার এ দিন ৩১ বলে ২৬ রানের ইনিংস খেলে দলের জয় নিয়ে ফেরেন। ম্যাচে আর কেউ ২০ রানও করতে পারেননি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে ফিন অ্যালেনকে হারায় নিউ জিল্যান্ড। এই ওপেনারকে বোল্ড করে ভুবনেশ্বর কুমারকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড নিজের করে নেন যুজবেন্দ্র চেহেল (৯১ উইকেট)।

সফরকারীরা এরপর উইকেট হারায় নিয়মিত। গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল যেতে পারেননি দুই অঙ্কে। শেষ পর্যন্ত অধিনায়ক মিচেল স্যান্টনারের ২৩ বলে অপরাজিত ১৯ রানের সুবাদে একশর কাছাকাছি যেতে পারে কিউইরা।

ভারতের হয়ে সাত জন হাত ঘুরিয়ে উইকেট পান ছয় জন। ষষ্ঠ বোলার হিসেবে বোলিং করে ২ ওভারে ৭ রানে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার আর্শদিপ সিং। পাঁচ জনের শিকার একটি করে।  

রান তাড়ায় শুরু থেকে স্বাচ্ছন্দ্যে এগোতে পারেনি ভারতও। শুবমান গিল বিদায় নেন চতুর্থ ওভারে। আরেক ওপেনার ইশান কিষান ১৯ রান করতে খেলেন ৩২ বল। রাহুল ত্রিপাঠি ১৮ বলে করেন ১৩।

টিকতে পারেননি ওয়াশিংটন সুন্দর। এরপর অবিচ্ছিন্ন ৩১ রানের জুটিতে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় নিয়ে যান সূর্যকুমার ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শেষ ২ বলে ২ রানের সমীকরণে ব্লেয়ার টিকনারকে চার মেরে ম্যাচের ইতি টেনে দেন সূর্যকুমার।    

তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। আগামী বুধবার আহমেদাবাদে শেষ ম্যাচে হবে সিরিজের ফয়সালা।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ৯৯/৮ (অ্যালেন ১১, কনওয়ে ১১, চ্যাপম্যান ১৪, মিচেল ৫, ব্রেসওয়েল ১৪, স্যান্টনার ১৯, সোধি ১, ফার্গুসন ০, ডাফি ৬*; পান্ডিয়া ৪-০-২৫-১, ওয়াশিংটন ৩-০-১৭-১, চেহেল ২-১-৪-১, হুডা ৪-০-১৭-১, কুলদিপ ৪-০-১৭-১, আর্শদিপ ২-০-৭-২, মাভি ১-০-১১-০)

ভারত: ১৯.১ ওভারে ১০১/৪ (গিল ১১, কিষান ১৯, ত্রিপাঠি ১, সূর্যকুমার ২৬*, ওয়াশিংটন ১০, পান্ডিয়া ১৫*; ডাফি ১-০-৮-০, ব্রেসওয়েল ৪-০-১৩-১, স্যান্টনার ৪-০-২০-০, ফিলিপস ৪-০-১৭-০, সোধি ৪-০-২৪-১, চ্যাপম্যান ১-০-৪-০, ফার্গুসন ১-০-৭-০, টিকনার ০.৫-০-৭-০)

ফল: ভারত ৬ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা

ম্যান অব দা ম্যাচ: সূর্যকুমার যাদব