অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের এই বিরতি অবশ্য বারবার তার কনকাশনের শিকার হওয়ার সঙ্গে সম্পর্কিত নয়।
Published : 27 Oct 2022, 06:34 PM
বারবার মাথায় আঘাত আর চোটের কারণে এমনিতেই সীমিত হয়ে গেছে উইল পুকোভস্কির খেলা। এবার ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
২৪ বছর বয়সী পুকোভস্কির এই বিরতি অবশ্য তার বারবার কনকাশনের শিকার হওয়ার সঙ্গে সম্পর্কিত নয়।
এই মৌসুমে পুকোভস্কি অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা মার্শ কাপে ভিক্টোরিয়ার প্রথম দুটি ম্যাচ খেলেন গত মাসের শেষ দিকে। এই মাসে শেফিল্ড শিল্ডে দলটির প্রথম দুটি ম্যাচেও খেলেন তিনি। তবে মার্শ কাপে সবশেষ দুটি ম্যাচে খেলেননি। শেফিল্ড শিল্ডে আগামী শনিবার শুরু ভিক্টোরিয়ার পরের ম্যাচের দলেও তাকে রাখা হয়নি। ছুটির আবেদন করায় তাকে ছুটি দেওয়া হয়েছে।
গত অগাস্টে আচমকা ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের সফল অধিনায়ক ও মহাতারকা মেগ ল্যানিং। তার মতো পুকোভস্কিরও সহসায় ফেরার সম্ভাবনা নেই।
ক্রিকেট ভিক্টোরিয়া বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায়, পুকোভস্কিকে সব ধরনের সহযোগিতা তারা করবে। এই সময়ে ক্রিকেটারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে।
পুকোভস্কি তার ছোট্ট ক্যারিয়ারে বেশ কয়েকবার ব্যক্তিগত কারণে ভিক্টোরিয়া থেকে ছুটি নিয়েছেন। এগুলি যদিও কনকাশন সম্পর্কিত বা কাঁধের চোট সংক্রান্ত নয়।
গত ফেব্রুয়ারিতে তিনি কনকাশনের শিকার হন ১১তম বারের মতো। প্রথমবার মাথায় চোট পান কিশোর বয়সে, অস্ট্রেলিয়ান রুলস ফুটবল খেলার সময়। এরপর বিভিন্ন সময়ে বাউন্সারে হেলমেটে বলের আঘাতে, মাঠে ফিল্ডিংয়ের সময়, নিজ বাসায় দরজায় লেগেও মাথায় আঘাত পান তিনি।
গত বছরের জানুয়ারিতে টেস্ট দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। সিডনিতে ভারতের বিপক্ষে ওই ম্যাচে কাঁধে চোট পেয়ে ৬ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন কেবল একটি টেস্টই।
ডানহাতি এই ব্যাটসম্যান এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২৯টি। ৬ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে রান করেছেন ২ হাজার ৮, গড় ৪৮.৯৭।