চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলে খেলে যাওয়া সম্ভাবনাময় লেগ স্পিনার ভিজায়কান্থ ভিয়াসকান্থকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
Published : 10 Apr 2024, 09:48 AM
চোটে ছিটকে পড়া ওয়ানিন্দু হাসারাঙ্গার বদলি হিসেবে তারই স্বদেশী এক লেগ স্পিনারকে বেছে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমবারের মতো আইপিএলের ডাক পেয়েছেন তরুণ স্পিনার ভিজায়কান্থ ভিয়াসকান্থ।
ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই সম্ভাবনাময় এই ২২ বছর বয়সী লেগ স্পিনারকে দলে নিয়েছে হায়দরাবাদ।
জাফনা থেকে উঠে আসা ক্রিকেটার হিসেবে এমনিতেই লঙ্কান ক্রিকেটে সাড়া জাগিয়েছিলেন ভিয়াসকান্থ। পরে প্রতিভা ও পারফরম্যান্স দিয়েও তিনি নজর কাড়েন। শ্রীলঙ্কায় তিন দশকের গৃহযুদ্ধের মূল কেন্দ্র জাফনায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠাদের মধ্যে লঙ্কান ক্রিকেটের মূল স্রোতে উঠে আসা প্রথম ক্রিকেটার তিনিই। তিনিই ওই অঞ্চলের প্রথম ক্রিকেটার, আন্তর্জাতিকভাবে যার খেলা দেখা গেছে টিভি পর্দায়।
প্রথমবার আলোয় আসেন তিনি ২০২০ সালের ডিসেম্বরে জাফনা স্ট্যালিয়ন্সের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে নেমে। আসরের সর্বকনিষ্ঠ ক্রিকেটার ছিলেন তিনি, বয়স তখনও ১৯ হয়নি। ২০২০ ও ২০২১ আসর মিলিয়ে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ২০২২ আসরে নিয়মিত মাঠে নামার সুযোগ পেয়ে বড় অবদান রাখেন জাফনার শিরোপা জয়ে।
দেশের বাইরের লিগে প্রথম সুযোগ পান তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ২০২৩ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ছয় ম্যাচ খেলে পাঁচ উইকেট পান এই লেগ স্পিনার। গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্স ইমিরেটসের হয়ে চার ম্যাচ খেলে দারুণ বোলিংয়ে আট উইকেট শিকার করেন তিনি ওভারপ্রতি ছয়ের কম রান দিয়ে।
শ্রীলঙ্কার হয়ে একটি ম্যাচ খেলেছেন তিনি গত এশিয়ান গেমসে আফগানিস্তানের বিপক্ষে।
গত আইপিএলে তাকে রাজস্থান রয়্যালসের নেট বোলার হিসেবে দলের সঙ্গে রেখেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির ডিরেক্টর অব ক্রিকেট ও লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। এবার ভিয়াসকান্থ হায়দরাবাদে স্পিন বোলিং কোচ হিসেবে পাবেন আরেক লঙ্কান কিংবদন্তি মুত্তাইয়া মুরালিথারানকে।
সম্প্রতি বাংলাদেশ সফর থেকে গোঁড়ালির চোট নিয়ে ফেরেন হাসারাঙ্গা। তাতে আইপিএল দলের সঙ্গে যোগ দিতে দেরি হয় তার। হায়দরাবাদ তবু টুর্নামেন্টের কোনো একটা পর্যায়ে তাকে পাওয়ার আশায় ছিল। দুবাইয়ে বিশেষজ্ঞের সঙ্গে আলোচনাও চলছিল এটা নিয়ে। কিন্তু কদিন আগে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়ে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি তারা নিতে চায় না।
এবারের আইপিএলের নিলামে হাসারাঙ্গাকে দেড় কোটি রুপিতে দলে নেয় হায়দরাবাদ। গত আসরের নিলাম তাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত আইপিএলে আট ম্যাচে ওভারপ্রতি প্রায় ৯ রান দিয়ে ৯ উইকেট নেওয়ার পর এবারের নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটি।