Published : 17 Oct 2022, 04:31 PM
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে ৪১ রানের ইনিংস খেলেন জর্জ মানজি। এই সংস্করণের বৈশ্বিক আসরে পরের ৯ ম্যাচে আর ত্রিশও ছুঁতে পারেননি তিনি। অবশেষে পেলেন কাঙ্ক্ষিত ফিফটি। চমৎকার ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কটল্যান্ডের দুর্দান্ত জয়ের নায়ক তিনিই।
অস্ট্রেলিয়া আসরে নিজেদের প্রথম ম্যাচে সোমবার দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়ে বড় চমক দেখায় স্কটল্যান্ড। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫৩ বলে ৯ চারে ৬৬ রানে অপরাজিত থাকেন মানজি। এই পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।
আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে মানজির সর্বোচ্চ ইনিংস এটি। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৫৪ ছিল আগের সেরা।
হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ৭ বলে মানজি রান ছিল কেবল ২। কাইল মেয়ার্সকে টানা দুই চারে ডান মেলে দেন তিনি। পরের ওভারে টানা তিনটি চার মারেন আলজারি জোসেফকে।
প্রথম পাঁচ ওভারে স্কটল্যান্ডের রান ছিল বিনা উইকেটে ৫০। ষষ্ঠ ওভারে নামা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে পৌনে এক ঘণ্টার মতো।
তাতে কিছুটা ছন্দ হারায় স্কটল্যান্ড। এক প্রান্তে উইকেট পড়ে নিয়মিত। মানজি এগিয়ে যান নিজের মতো। বাঁহাতি ব্যাটসম্যান অষ্টম টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন ৪৩ বলে।
শেষ ওভারে তিনটি চার মারেন ২৯ বছর বয়সী মানজি। ওডিন স্মিথের এই ওভারে আসে ১৫ রান।
১৬০ রানের পুঁজিই পরে যথেষ্ট করে তোলেন স্কটল্যান্ডের বোলাররা। ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১১৮ রানে। যেখানে বড় অবদান মার্ক ওয়াটের। ৪ ওভারে স্রেফ ১২ রানে ৩ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। ১৫ রানে ২ উকেট নেন অফ স্পিনার মাইকেল লিস্ক। তাদের ছাপিয়ে ম্যাচের সেরা মানজিই।