রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কের মতে, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য একটি জয় খুব প্রয়োজন ছিল তাদের।
Published : 26 Apr 2024, 03:51 PM
বিশ্বের নামিদামি ক্রিকেটারদের নিয়ে দল গড়েও চলতি আইপিএলে কাঙ্ক্ষিত ফল পাচ্ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোনোভাবেই ভাঙতে পারছিল না তারা হারের বলয়। টানা ৬ পরাজয়ের পর অবশেষে জয়ের স্বাদ পেল দলটি। দুর্দান্ত ছন্দে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি বললেন, এবার কিছুটা শান্তিতে ঘুমাতে পারব।
হায়দরাবাদের ঘরের মাঠে বৃহস্পতিবার বেঙ্গালুরুর জয় ৩৫ রানে। রাজাত পাতিদার ও ভিরাট কোহলির ফিফটিতে ৭ উইকেটে ২০৬ রান করে তারা। পরে স্বাগতিকদের আটকে দেয় ১৭১ রানে।
এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৬ উইকেটে হার দিয়ে আসর শুরু হয় বেঙ্গালুরুর। পরের ম্যাচেই পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ায় দলটি। কিন্তু, এরপর জয় যেন মুখ সরিয়ে নিয়েছিল তাদের থেকে।
কোনো কিছুতেই হচ্ছিল না কিছু। দলের ও নিজের টানা ব্যর্থতায় স্বেচ্ছায় সরে দাঁড়ান অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাকওয়েল। তাতেও লাভ হচ্ছিল না। কোহলি নিয়মিত রান করে গেলেও দলের বাকিরা সেভাবে পারছিলেন না নিজেদের মেলে ধরতে। বোলিংয়েও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না দলটির কেউ। যা তাদের দেয় টানা ৬ ম্যাচ হারের তেতো স্বাদ।
একের পর এক পরাজয়ে পয়েন্ট টেবিলে এখন তলানিতে বেঙ্গালুরু। সবশেষ ম্যাচ জেতায় প্লে অফে খেলার ক্ষীণ আশা অবশ্য এখনও বেঁচে আছে দলটির। তবে সেই পথ ভীষণ কঠিন।
বেঙ্গালুরুর এমন হতাশাজনক পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই ভীষণ চাপে ছিলেন ফাফ দু প্লেসি। তাই এই জয় দলের মতো তার জন্যও কতটা গুরুত্বপূর্ণ, সেটা ফুটে উঠেছে তার কথায়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য একটি জয়ের খোঁজে ছিলেন তারা।
“আগের দুই ম্যাচে আমরা দারুণ লড়াই করেছি। হায়দরাবাদ ম্যাচটি ছিল ২৭০ রানের বেশি লক্ষ্যের এবং আমরা ২৬০ পর্যন্ত করতে পেরেছি। এরপর কলকাতা ম্যাচেও ভালো খেলেছি, স্রেফ ১ রানে হেরেছি। আমরা রেকর্ড রান প্রায় তাড়া করেই ফেলেছিলাম। কয়েকটি ম্যাচে আমরা জয়ের কাছাকাছি ছিলাম, কিন্তু দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হলে জয় দরকার।”
“এই জয় বড় এক স্বস্তি। যে অবস্থাতেই থাকি না কেন, ম্যাচ জিততে না পারলেও এটা প্রভাবিত করে, মানসিকতা ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। আজ রাতে কিছুটা আরামে ঘুমাতে পারব।”
বেঙ্গালুরুর পরের ম্যাচ আগামী রোববার, গুজরাট টাইটান্সের বিপক্ষে।