বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় এক দিনের ম্যাচে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ২১ রানে জিতল বাংলাদেশ ইমার্জিং দল।
Published : 19 Oct 2023, 08:20 PM
বড় লক্ষ্যে দারুণ শুরু এনে দিলেন পারভেজ হোসেন। পরে দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিলেন প্রান্তিক নওরোজ ও মাহমুদুল হাসান জয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে জয় পেল বাংলাদেশ ইমার্জিং দল।
ডাম্বুলায় বৃহস্পতিবার শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় এক দিনের ম্যাচে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ২১ রানে জিতেছে বাংলাদেশ।
আগে ব্যাট করে ৫০ ওভারে ২৯৭ রান করে স্বাগতিকরা। জবাবে বাংলাদেশ ৩৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২০০ রান করার পর নামে বৃষ্টি। এরপর আর খেলা সম্ভব না হলে জয়ী ঘোষণা করা হয় সফরকারীদের।
বাংলাদেশের এই জয়ে তিন ম্যাচ সিরিজে এলো ১-১ সমতা। একই মাঠে আগামী রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
তিন নম্বরে নেমে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন প্রান্তিক। অধিনায়ক জয় অপরাজিত থাকেন ৫৭ রানে। দুজনের ১৩০ রানের হার না মানা জুটিতেই মূলত জয় পায় বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন আহান উইক্রামাসিংহে। সোনাল দিনুশা খেলেন ৬২ রানের ইনিংস। শেষ দিকে বিজয়কান্থ ভিয়াসকান্থ, চামিন্দু উইক্রামাসিংহের ক্যামিও ইনিংসে তিনশর কাছাকাছি যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুশফিক হাসান। আরেক পেসার আহমেদ শরিফ ধরেন ২ শিকার। লেগ স্পিনার রিশাদ হোসেন ৯ ওভারে ৭৬ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।
রান তাড়ায় প্রথম ওভারেই ফেরেন অমিত হাসান। তবে পাল্টা আক্রমণের পথে হাঁটেন পারভেজ। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ করে ৬২ রান। দ্বাদশ ওভারে আউট হওয়ার আগে ৬ চারে ৩৫ রান করেন পারভেজ।
এরপর আর উইকেট পড়তে দেননি প্রান্তিক, জয়। দেখেশুনে খেলে ধীরেসুস্থে এগিয়ে নেন দলকে। প্রান্তিক ৭০ ও জয় ৫৯ বলে ফিফটি পূর্ণ করেন। পরেও একই ছন্দ ধরে রেখে খেলতে থাকেন দুজন।
বৃষ্টি নামায় স্রেফ ৮ রানের জন্য সেঞ্চুরি করা হয়নি প্রান্তিকের। ১১৬ বলের ইনিংসে ৯ চার ও ১ ছক্কা মারেন ১৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। ৬৯ বলের ইনিংসে জয় চার মারেন ৪টি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ইমার্জিং দল: ৫০ ওভারে ২৯৭/৭ (ড্যানিয়েল ১২, শামাজ ১২, লিভেরা ২৩, পারানাভিতানা ৩৭, আহান ৭৭, দিনুশা ৬২, ভিয়াসকান্থ ২৫, চামিন্দু ২৮*, গুনাসেকারা ১০*; মুশফিক ১০-০-৫৬-৩, শরিফ ৯-০-৫৩-২, নাইম ১০-১-৩২-১, রিশাদ ৯-০-৭৬-০, জয় ৩-০-২১-১, মামুন ৯-০-৫৭-০)
বাংলাদেশ ইমার্জিং দল: ৩৬ ওভারে ২০০/২ (পারভেজ ৩৫, অমিত ০, প্রান্তিক ৯২*, জয় ৫৭*; গুনাসেকারা ৫-০-৩৪-১, মালিঙ্গা ৬-০-৩৯-০, ড্যানিয়েল ৯-০-৩৭-০, চামিন্দু ৫-০-২৮-১, ভিয়াসকান্থ ৭-০-৩৬-০, পারানাভিতানা ৪-০-২৬-০)
ফল: ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশ ইমার্জিং দল ২১ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা