টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দলে জায়গা হারালেন লিটন, টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও জায়গা করে নিলেন জাকের।
Published : 16 Mar 2024, 01:51 PM
টানা দুই ম্যাচে শূন্য, সবশেষ ১০ ইনিংসে নেই ফিফটি। ওয়ানডেতে এই ফর্মহীনতার খেসারত দিতে হলো লিটন কুমার দাসকে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে জায়গা হারালেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তার জায়গায় এই সংস্করণে প্রথমবার সুযোগ পেলেন জাকের আলি।
শ্রীলঙ্কার এই সফরেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন জাকের। ওই সিরিজ শেষে ঢাকা প্রিমিয়ার লিগে ফিরে বৃহস্পতিবার আবাহনী লিমিটেডের হয়ে ৪৮ বলে ৭৬ রানের ইনিংস উপহার দেন তিনি। পারফরম্যান্সের পুরস্কার পেলেন ২৬ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। দুই দিন পরই এলেন জাতীয় দলে।
ওপেনারের জায়গায় মিডল অর্ডার ব্যাটসম্যান নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ।
“সিরিজ যখন সমতায়, আমাদের বিশ্বাস জাকের আলির অন্তর্ভুক্তি দলে বিকল্প বাড়াবে এবং মিডল অর্ডারে আরও শক্তি বাড়াবে।”
বিপিএলে শেষ দিকে দ্রুত রান করার সামর্থ্য দেখিয়ে আলোচনায় ছিলেন জাকের। পরে আলিস আল ইসলামের চোটে শ্রীলঙ্কা সিরিজের দলে ডাক পান তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সার্বিক পারফরম্যান্স তেমন চমক জাগানো নয়। গত বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে ১৩ ম্যাচে ৩৫.৮৭ গড়ে ২৮৭ রান করেন ২৬ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান, স্ট্রাইক রেট ৭৩.৫৮।
সব মিলিয়ে ৮৪টি লিস্ট ‘এ’ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে তার সংগ্রহ ১ হাজার ৯১৮ রান। গড় ৩৪.৮৭ ও স্ট্রাইক রেট ৭৭.০৫।
চলতি সিরিজে হতশ্রী পারফরম্যান্স করা লিটন বেশ কিছু দিন ধরে তেমন ছন্দে নেই। সবশেষ চার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি স্টাইলিশ এই ওপেনার। সবশেষ ১৫ ইনিংসে পঞ্চাশ ছুঁতে পেরেছেন স্রেফ দুবার। এই সময়ে ২২.৭৮ গড়ে করেছেন ৩১৯ রান।
পারফরম্যান্সের পাশাপাশি লিটনের আউট হওয়ার ধরনও চোখে লাগার মতো। সবশেষ দ্বিতীয় ওয়ানডেতেই যেমন পায়ের ওপরের ডেলিভারি আলতো ফ্লিকে স্কয়ার লেগের ফিল্ডারকে যেন ক্যাচিং অনুশীলন করান তিনি। এর আগের ম্যাচে হালকা লাফিয়ে ওঠা ডেলিভারি টেনে আনেন স্টাম্পে।
টি-টোয়েন্টি সিরিজটিও ভালো কাটেনি তার। দ্বিতীয় ম্যাচে ৩৬ রানের ইনিংস খেললেও এর আগে পরে আউট হন শূন্য ও ৭ রান করে। ওই সিরিজের প্রথম ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে ব্যাখ্যাতীত এক শটে কট বিহাইন্ড হন তিনি।
গাজী আশরাফ তাই স্পষ্ট করেই জানালেন, পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হয়েছে লিটনকে।
“স্কোয়াডে থাকা আরও দুজন সামর্থ্যবান ওপেনারের কথা মাথায় রেখে, সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে আমরা স্কোয়াডে এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।”
লিটন বাদ পড়ার পর স্কোয়াডে আছেন তিন ওপেনার সৌম্য সরকার, এনামুল হক ও তানজিদ হাসান। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রান করা সৌম্যর তৃতীয় ম্যাচেও জায়গা পাওয়া একরকম নিশ্চিত। শেষটিতে হয়তো এনামুল বা তানজিদের যে কোনো একজনকে দেখা যেতে পারে একাদশে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার হবে সিরিজের শেষ ম্যাচটি। খেলা শুরু সকাল ১০টায়।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।