পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেশ থাকতেই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করল বিসিবি। এক সিরিজ পরই জায়গা ফিরে পেলেন লতা মণ্ডল।
মূল দলের পর এবার স্ট্যান্ডবাই থেকেও জায়গা হারালেন সালমা খাতুন।
বিসিবি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকার সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য অভিন্ন ১৬ জনের দল ঘোষণা করেছে।
আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ১৬ ডিসেম্বর। তার আগে ৩ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে নিগার সুলতানার দল।
গত জুলাইয়ে ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেন লতা। এরপর জায়গা হারান পাকিস্তান সিরিজের দল থেকে। ওই সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে তার অধিনায়কত্বেই খেলে বিসিবি একাদশ। সেখানে লতা করেন ৪৮ বলে ৫৪ রান।
টি-টোয়েন্টিতে তার ফেরাটা আরেকটু বেশি সময় পর। সবশেষ দক্ষিণ আফ্রিকায় গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে খেলেন ৩০ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটসম্যান। আরেকটি দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই দুই দলে ফিরলেন তিনি।
সালমার বাদ পড়াকে ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে দেখা যায়। গত বছর নিউ জিল্যান্ড সফরের পর আর ওয়ানডে খেলেননি সাবেক এই অধিনায়ক। আর ভারতের বিপক্ষে খেলেন সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ।
অফস্পিনিং এই অলরাউন্ডার অবশ্য মাঝের সময়ে নিয়মিত ছিলেন দলের সঙ্গে। শুরুতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ দেওয়া হয় তাকে। ওয়ানডে সিরিজে রাখা হয় স্ট্যান্ডবাই তালিকায়। এবার সেখানেও জায়গা হারালেন ৩৩ বছর বয়সী সালমা।
পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলা অফ স্পিনিং অলরাউন্ডার শরিফা খাতুন প্রথমবার ডাক পেয়েছেন ওয়ানডে দলে। একই দলের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া আরেক অফ স্পিনার নিশিতা আক্তার বাদ পড়েছেন দল থেকে।
গত সিরিজের মতো এবারও স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে শারমিন আক্তারকে। যেখানে তার সঙ্গী সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, নিশিতা। পাকিস্তানের বিপক্ষে কোনো টি-টোয়েন্টি খেলার সুযোগ না পেয়েই জায়গা হারিয়েছেন সাথী রানি।
প্রায় এক মাসের সফরে আগামী ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার কথা নিগার, ফারজানা হকদের। দুই সিরিজের আগেই একটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে তাদের।
বেনোনিতে ৩ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। কিম্বারলিতে দিবা-রাত্রির পরের দুই ম্যাচ ৬ ও ৮ ডিসেম্বর।
এরপর ১৬ ডিসেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে ইস্ট লন্ডনে যাবে দুই দল। পচেফস্ট্রুম ও কিম্বারলিতে পরের দুই ম্যাচ যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বরে।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস।
স্ট্যান্ড বাই: শারমিন আক্তার, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, নিশিতা আক্তার
টি-টোয়েন্টি দলে ফিরলেন: ফারজানা হক, লতা মণ্ডল, দিশা বিশ্বাস
টি-টোয়েন্টি থেকে বাদ পড়লেন: সাথী রানি, সানজিদা আক্তার, নিশিতা আক্তার, ফারিহা ইসলাম
ওয়ানডে দলে নতুন মুখ: শরিফা খাতুন
ওয়ানডে দলে ফিরলেন: লতা মণ্ডল
ওয়ানডে দল থেকে বাদ পড়লেন: সানজিদা আক্তার, নিশিতা আক্তার