এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি পেসার আসিথা ফার্নান্দো।
Published : 27 Oct 2022, 03:52 PM
হ্যামস্ট্রিংয়ের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দোর বদলি পেল শ্রীলঙ্কা। তার জায়গায় ডানহাতি পেসার আসিথা ফার্নান্দোকে লঙ্কান দলে যোগ করার অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
সুপার টুয়েলভে গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় চোট পান বিনুরা। ইনিংসের প্রথম ওভারে পাঁচ বল করার পর মাঠ ছাড়েন তিনি, এরপর আর ফেরেননি। ওই ম্যাচে ৭ উইকেটে হারে তার দল।
এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা আসিথা শ্রীলঙ্কা থেকে অস্ট্রেলিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
গত বুধবার স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে তিন জনের নাম ঘোষণা করে শ্রীলঙ্কা।সেখানে কিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা ও পেসার মাথিশা পাথিরানার সঙ্গে নাম ছিল আসিথারও।
বিশ্বকাপে বদলি খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যোগ করার জন্য আগে ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হয়।
নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।