গত আইপিএলে কলকাতাকে নেতৃত্ব দেওয়া নিতিশ রানাকে এবার করা হয়েছে সহ-অধিনায়ক।
Published : 14 Dec 2023, 06:20 PM
অধিনায়ক হয়েই আইপিএলে ফিরছেন শ্রেয়াস আইয়ার। ২০২৪ আসর সামনে রেখে ভারতীয় এই ব্যাটসম্যানকে অধিনায়ক করেছে কলকাতা নাইট রাইডার্স।
পিঠের চোটে ২০২৩ আইপিএলে খেলতে পারেননি শ্রেয়াস। ওই আসরে দলটির অধিনায়কত্ব দেওয়া হয় নিতিশ রানাকে। আসছে আসরে তাকে করা হয়েছে সহ-অধিনায়ক।
দুইবারের আইপিএল জয়ী কলকাতা ফ্র্যাঞ্চাইজি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায় এসব তথ্য।
২০২২ আইপিএলের আগে নিলামে সোয়া ১২ কোটি রুপিতে শ্রেয়াসকে দলে টানে কলকাতা। তার নেতৃত্বে দলটি ওই আসর শেষ করেছিল সাতে থেকে, ৬ জয়ের বিপরীতে হেরেছিল ৮টি।
গত বছরের এপ্রিলে পিঠে পাওয়া চোটে আইপিএল ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যান শ্রেয়াস। রানার নেতৃত্বে সেবারও ৬ জয় ও ৮ হারে সাতে থেকে আসর শেষ করে কলকাতা।
শ্রেয়াস সবশেষ যখন কলকাতার অধিনায়ক ছিলেন, দলের কোচ ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। সাবেক নিউ জিল্যান্ড ব্যাটসম্যানের বিদায়ের পর গত আসরের আগে কোচের দায়িত্ব দেওয়া হয় ভারতের সাবেক কিপার-ব্যাটসম্যান চন্দ্রকান্ত পণ্ডিতকে। কিছুদিন আগে নতুন মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয় কলকাতাকে দুটি শিরোপা জেতানো অধিনায়ক গৌতাম গাম্ভিরকে।
এবারের আইপিএলের নিলাম সামনে রেখে সাকিব আল হাসান, লিটন কুমার দাস, লকি ফার্গুসনসহ ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দেয় কলকাতা। দুবাইয়ে আগামী মঙ্গলবারের নিলামে খরচ করার জন্য দলটির হাতে আছে ৩২ কোটি ৭০ লাখ রুপি।