এককভাবে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি এখন ভারতের এই স্পিনার।
Published : 11 May 2023, 09:38 PM
যুজবেন্দ্র চেহেলের অফ স্টাম্পের ওপর করা লেগ ব্রেক ডেলিভারি সুইপ করলেন নিতিশ রানা। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে প্রথমে যেন বলটি দেখতে পাননি শিমরন হেটমায়ার। পরক্ষণেই নিজেকে সামলে তিনি নিলেন দারুণ এক ক্যাচ। চওড়া হাসিতে বাতাসে হাত ছুড়লেন চেহেল। গড়লেন নতুন এক রেকর্ড। আইপিএল ইতিহাসে তিনি এখন এককভাবে সর্বোচ্চ উইকেটশিকারি।
ইডেন গার্ডেন্সে ডোয়াইন ব্রাভোর সমান ১৮৩ উইকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলতে নামেন চেহেল। ইনিংসের একাদশ ওভারে প্রথম বোলিংসে আসেন রাজস্থান রয়্যালসের এই বোলার। সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ছাড়িয়ে যেতে স্রেফ দুই বল নেন ভারতের লেগ স্পিনার। প্রথম বলে ১ রান দেওয়ার পরের বলেই ফেরান কলকাতার অধিনায়ককে।
পরে আরও তিনটি উইকেট নিয়ে ১১ আসরে ১৪৩ ম্যাচের ১৪২ ইনিংসে ১৮৭ উইকেট হলো চেহেলের। সেরা বোলিং ফিগার ৪০ রানে ৫ উইকেট।
গত আসর খেলে আইপিএল থেকে অবসরে যাওয়া ব্রাভো ১৫৮ ইনিংসে নিয়েছিলেন ১৮৩ উইকেট।
২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক চেহেলের। সেবার এক ম্যাচে উইকেটশূন্য থাকেন তিনি। পরের আসরে তাকে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ওই দলের হয়ে ১১৩ ম্যাচে তার শিকার ১৩৯ উইকেট।
২০২২ সালের নিলামে চেহেলের নতুন ঠিকানা হয় রাজস্থান রয়্যালস। নতুন দলের হয়ে প্রথম আসরে ১৭ ম্যাচে নেন টুর্নামেন্টের সর্বোচ্চ ২৭ উইকেট। এবার ১২ ম্যাচে নিয়ে ফেলেছেন ২১টি উইকেট। চলতি আসরেও সবার ওপরে আছেন তিনি।
চেহেল-ব্রাভোর পরে আছেন চলতি আসরে নতুন করে নিজেদের চেনানো দুই লেগ স্পিনার পিয়ুশ চাওলা ও অমিত মিশ্র। ১৭৫ ইনিংসে চাওলার শিকার ১৭৪ উইকেট। মিশ্র ১৬০ ইনিংসে পেয়েছেন ১৭২ উইকেট। পাঁচে থাকা রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে ১৯৩ ইনিংসে ১৭১ উইকেট।
এছাড়া আইপিএলে অন্তত দেড়শ উইকেট পেয়েছেন আরও চার জন- লাসিথ মালিঙ্গা (১৭০), ভুবনেশ্বর কুমার (১৬৩), সুনিল নারাইন (১৫৯), হরভজন সিং (১৫০)।